নিজের পরিচয় দেন, বি’তর্কিত লেখিকা তসলিমা নাসরিন ও অভিনেতা জর্জ বেকারের মেয়ে হিসাবে। এই পরিচয়ের দাবিতে আদালতে আ’ইনি ল’ড়াইও; তিনি ল’ড়ছেন বহু বছর ধরে। সেই অঙ্কিতা ভট্টাচার্য্য এই ল’ড়াইয়ে; সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু তাঁর দাবি মুখ্যমন্ত্রী তাঁকে সাহায্য না করে; অ’পরা’ধীদের আড়াল করছেন। তাই তাঁর যাবতীয় ক্ষো’ভ; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বি’রুদ্ধে। প্রায়দিনই নিজের ফেসবুক পোস্টে; তিনি আ’ক্রম’ণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এতদিনের সমস্ত অ’ভিযো’গ ছাপিয়ে গেল; সম্প্রতি অঙ্কিতার করা একটি ফেসবুক পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি তিনি প্রশ্ন তুললেন; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম পরিচয় নিয়ে।
গত বৃহস্পতিবার রাতে, অঙ্কিতা নিজের ফেসবুকে একটি পোস্ট করেন; মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে। সেই পোস্টে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন; “মাননীয়া মুখ্যমন্ত্রী দিদি; আপনি অভিষেক ব্যানের্জীর পিসি? না কি মা? মুখ্যমন্ত্রী দিদি; আপনি এতো সত্যকে ভ’য় পান কেন? আপনি এতো মি’থ্যেবাদী কেন”? অঙ্কিতার এই পোস্ট দেখে চমকে যায় নেটিজনেরা।

কিন্তু এখানেই শেষ না; মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও আ’ক্রম’ন করে অঙ্কিতা লেখেন; “আপনি সবাইকে আইবুড়ো দেখিয়ে রেখেছেন; মানে আপনি আইবুড়ো; মানে আপনার বিয়ে হয়নি! কিন্তু আপনার অনেক বাচ্চা আছে! আপনি নিজেকে কি প্রমান করতে চান; আপনার বিয়ে হয়নি”? তারপর অঙ্কিতা চ্যা’লেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে; তিনি লেখেন; “৭২ ঘণ্টা সময় দিলাম আপনাকে। আপনার বংশ বার বংশজাত”।
আরও পড়ুনঃ কোন নেতা নয়, বিধানসভা ভোটে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী কি তৃণমূল নেত্রী
দীর্ঘ দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে; এই ধরনের একের পর এক পোস্ট করে যাচ্ছেন অঙ্কিতা। বহুবার তিনি খোলাখুলি চ্যা’লেঞ্জ ছুঁড়েছেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশদের উদ্দেশ্যে। অঙ্কিতার বক্তব্য; তিই যদি মি’থ্যা হন; তাহলে পুলিশ তাঁকে অ্যা’রে’স্ট করে দেখাক। কিন্তু অদ্ভুত ভাবে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্ম নিয়ে প্রশ্ন তোলার পরেও; কেন প্র’শাসন চুপ অঙ্কিতাকে নিয়ে? প্রশ্ন তুলেছেন; তৃণমূল কর্মী-সমর্থকরাই।
লালবাজার সাইবার সেলের পুলিশ আধিকারিক নুরুল অবসর বলেছেন; “অভিযোগ হয়েছে কিনা দেখতে হবে; অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব”। “আমি চাই পুলিশ আমায় ধরুক; কোর্টে তুলুক; তবেই তো সত্যি প্রকাশ হবে”; বলেছেন অঙ্কিতা।