Big News: আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত

3114
Big News: আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত
Big News: আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত

Big News: আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। রবিবার দুপুরে মুম্বাই এর বান্দ্রা তে; তিনি আত্মহত্যা করেছেন। ৩৪ বছর বয়সে আত্মঘাতী হলেন তিনি। বাড়ির পরিচারিকা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করছে। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীর বাইওগ্রাফিতে; অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন তিনি। কেন আত্মহত্যা করলেন? প্রশ্ন সবার। মুম্বাই ফিল্ম জগতে শোকের পাশাপাশি; বিস্ময় ছড়িয়েছে।

মহেন্দ্র সিং ধোনীর বাইওগ্রাফিতে, অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন সুশান্ত

গত সোমবারই, মুম্বইতে আত্মহত্যা করেন; সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ান। সুশান্ত সিং রাজপুত এর প্রাক্তন ম্যানেজার, দিশা সালিয়ানের মৃত্যুর খবরে; শোকস্তব্ধ হয়ে পড়েন তিনি। ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। তারপরে নিজেই আত্মহত্যা করলেন। বান্দ্রায় তাঁর বাড়িতে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কেন আত্মহত্যা করলেন এই তরুণ অভিনেতা; খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যা চলছিল, সুশান্ত সিং রাজপুতের

‘কাই পো চে’ ফিল্ম দিয়ে; সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। তবে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীর বাইওগ্রাফিতে; অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন তিনি। তাঁর কাছের বন্ধুরা জানাচ্ছেন; “বর্তমানে কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন তিনি”। তাঁর ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যা চলছিল; বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। তবে, মহেন্দ্র সিং ধোনীর বাইওগ্রাফিতে অভিনয় করেও; কেউ আত্মহত্যা করতে পারেন; তা মানতে পারছেন না ধোনী ভক্তরা। কারণ জীবনে লড়াইয়ের আর এক নাম ধোনী।

Please follow and like us:
error

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন