বিজেপি তৃণমূলের ‘বিরসা মুণ্ডা বিতর্ক’; লাভের লাভ রাজ্য সরকারি কর্মীদের। এবার থেকে, ১৫ই নভেম্বর বিরসা মুণ্ডার জন্মদিনে; সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে, আদিবাসী আবেগ উ’সকে দিয়ে; বাঁকুড়া থেকে ঘোষণা মমতার। সোমবার বাঁকুড়ার খাতড়ার সিধু কানু স্টেডিয়ামে; বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে ক’টাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। টেনে আনলেন; বিরসা মুণ্ডা মূর্তি ও অমিত শাহের মাল্যদান প্রসঙ্গ। তারপরেই, খাতড়ায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন; বিরসা মুন্ডার জন্মদিনে আদিবাসীদের আবেগের কথা মাথায় রেখে; ছুটি ঘোষণা করা হল।
একুশের বিধানসভা নির্বাচনের আগে; নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছেন; সং’গ্রামী আদিবাসী নেতা বিরসা মুন্ডা। গত ৫ নভেম্বর, রাজ্য সফরে এসে; বাঁকুড়ার পুয়াবাগানে এক আদিবাসীর মূর্তিতে মাল্যদান করেছিলেন; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি দাবি করেছিল, বিরসা মুন্ডার মূর্তিতে; শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পরবর্তী সময়ে শাসকদল দাবি তোলে; ওই মূর্তিটা আদিবাসী নেতা বিরসা মুন্ডার নয়; তা এক আদিবাসী শিকারির। এ নিয়ে রাজ্য রাজনীতিতে; জলঘোলা শুরু হয়। বাঁকুড়ায় অমিত শাহ ভুল মূর্তিতে মাল্যদানের পর; নানা তরজায় জড়িয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসকদল।
আরও পড়ুনঃ বঞ্চনার অভিযোগ মিথ্যা, লকডাউনে গ্রামীণ প্রকল্পে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বাংলা
এই প্রসঙ্গেই এবার আরও বড় ঘোষণা করে দিলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুন্ডার জন্মদিনে; ছুটি ঘোষণা করলেন। আদিবাসী সম্প্রদায়ের জনসমর্থন অটুট রাখতেই, যে তাঁর এই সিদ্ধান্ত; বলছে বাংলার রাজনৈতিক মহল। তৃণমূল বিজেপি বিতর্কে; একটা দিন ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা।
এদিকে, রাজনৈতিক তরজার মধ্যেই নতুন করে; বিরসা মুন্ডার মূর্তি তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়ার পুয়াবাগান চত্বরেই; বসানো হবে সেই বিশাল মূর্তি। গত সোমবার তার সংকল্প করা হয়েছে; নারকেল ফাটিয়ে। আদিবাসীরাই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে; মূর্তি স্থাপনের খরচ জোগাবেন বলে জানিয়েছেন; ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিরসা মুণ্ডাকে নিয়ে রাজনীতি করার অভিযোগেও; সরব হয়েছে আদিবাসী সমাজ। রাজনীতি বন্ধ না হলে, আগামী দিনে বড়সড় আ’ন্দোলনের হু’মকিও দিয়েছে; ভারত জাকাত মাঝি পারগানা মহল।