ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন

495
ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন/The News বাংলা
ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন/The News বাংলা

৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনিতেও হল না। আর তাই, রবিবার বাংলার ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; প্রায় ৯৪ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; রাজ্যের মাওবাদী এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে; তাই অন্যান্য সব জায়গায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর এই নিয়ে উদ্বেগ বিরোধী দলগুলির।

ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন করা হবে; আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ৭৭০ কোম্পানি কাজ করছে ষষ্ঠ দফার ভোটে।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে

একনজরে দেখে নেওয়া যাক; কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে। বাহিনী বিন্যাস হয়েছে; ঠিক এই ভাবেই। বাঁকুড়া ১৪৫ কোম্পানি; ঝাড়গ্রাম ১১৪ কোম্পানি; পশ্চিম মেদিনীপুর ১৭৪ কোম্পানি; পূর্ব বর্ধমান ১১ কোম্পানি; পূর্ব মেদিনীপুর ১৯০ কোম্পানি; পুরুলিয়া ১০৯ কোম্পানি।

ষষ্ঠ দফা নির্বাচনে কোথায় কত অফিসার থাকছে; দেখে নিন একনজরে। এবারের ভোটে মাওবাদী এলাকায়; বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

তমলুক এ মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
কাঁথি তে মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
ঘাটাল এ মাইক্রো অবজারভার ৭২২; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৭১২; ওয়েব কাস্টিং ২৯৯; মোট ১৭৫৮।
ঝাড়গ্রাম এ মাইক্রো অবজারভার ৪৬০; ভিডিও ক্যামেরা ৫৭; সিসিটিভি ২৫৮; ওয়েব কাস্টিং ২৬৯; মোট ১০৪৪।

মেদিনীপুর এ মাইক্রো অবজারভার ৬৪৭; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৪৭২; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১৪৪৪।
পুরুলিয়া তে মাইক্রো অবজারভার ৩৮০; ভিডিও ক্যামেরা ১০৩; সিসিটিভি ৬৬; ওয়েব কাস্টিং ২৮০; মোট ৮২৯।
বাঁকুড়া তে মাইক্রো অবজারভার ৪০০; ভিডিও ক্যামেরা ২১০; সিসিটিভি ১০৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০১৫।
বিষ্ণুপুর এ মাইক্রো অবজারভার ৪১৭; ভিডিও ক্যামেরা ২৪৬; সিসিটিভি ১৩৮; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১১০১;

তবে শেষ পর্যন্ত সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী; জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে প্রায় ৯৪ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার; প্রতিশ্রুতি পালনে ব্যর্থ নির্বাচন কমিশন।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন