সিলিকন ভ্যালিতে কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে; জমি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার। তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে, রাজ্য সরকার নিউটাউনের সিলিকন ভ্যালিতে; আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে; মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে; এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে এর আগে এখানে যে, একশো একর জমি দেওয়া হয়েছিল; তা ভর্তি হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এখানে আরো একশো একর জমি বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো; এখানে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবে বলে জানিয়েছেন মমতা।
অনুমোদনের জন্য আগামী বিশে ডিসেম্বরের মধ্যে; তারা পরিকল্পনা জমা দেবে। দুই বছরের মধ্যে সংস্থা নির্মাণকাজ শেষ করবে; বলেও মুখ্যমন্ত্রী মমতা এইদিন জানান। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে, স্টার সিমেন্ট সংস্থার একটি ইউনিট গড়ে তোলার জন্য; তাদের জমি দেওয়ার প্রস্তাব ও এই দিনের বৈঠকে গৃহীত হয়েছে।
আরও পড়ুনঃ মেলাতেও কর্মসংস্থান ঘোষণা মমতার, ৬১৭ টি মেলায় ৩.৬৪ লাখ কর্মসংস্থান
মেলাতেও কর্মসংস্থান ঘোষণা মমতার! রাজ্য জুড়ে, ৬১৭ টি মেলায় ৩.৬৪ লাখ কর্মসংস্থান হবে; ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। শীতের মধ্যেই, রাজ্য জুড়ে ৬১৭ টি মেলা হবে; নবান্নে ঘোষণা মমতার। ৬১৭ টি মেলায়; ১৫৬ কোটি টাকার কেনাবেচা হবে। আর সেই মেলাতেই হবে কর্মসংস্থান হবে। প্রায় ৩ লাখ ৬৪ হাজার কর্মসংস্থান হবে; এইসব মেলা থেকেই; নবান্নে মঙ্গলবার ঘোষণা করে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নতুন মাঝেরহাট সেতুর নাম বদলে; জয় হিন্দ সেতু করা হচ্ছে। নবান্নে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে; মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান আগামী বৃহস্পতিবার বিকাল ৫ টায়; নতুন মাঝেরহাট ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নেতাজী সুভাষচন্দ্র বসুর আসন্ন ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে; ওই সেতুকে তাঁর স্লোগানের নামাঙ্কিত করা হচ্ছে।