সরকারি সভায় মুখ্যমন্ত্রী মমতার তৃণমূলের ভোটের প্রচার; সমালোচনায় বিরোধীরা। অমিত শাহ থেকে ভোট; বিজেপি থেকে করোনা টিকা; বাঁকুড়ার সরকারি সভায়, রীতিমতো ভোটের প্রচার করলেন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সমালোচনা করেছে; বিরোধী বিজেপি, বাম ও কংগ্রেস নেতারা। সোমবার বাঁকুড়ার খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে; প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বড়সড় কয়েকটি; ঘোষণা করলেন তিনি। জেলার প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিলেন; সরকারি প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আদিবাসী সমাজের দাবি মেনে; বিরসা মুণ্ডার জন্মদিনে সরকারি ছুটিও ঘোষণা করলেন। কিন্তু প্রশাসনিক সভা শেষ পর্যন্ত; হয়ে দাঁড়াল ভোটের জনসভা।
বাঁকুড়া সফরে গিয়ে আদিবাসীর বাড়িতে; মধ্যাহ্নভোজন করেছিলেন। তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরকারি সভাতেই; তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সভাতেই মমতা আরও বলেন; “নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল আসবে; অনেকে ব্যাঙ্কে টাকা দিয়ে দেবে; সেই টাকা কিন্তু আপনাদের টাকা। টাকা নেবেন; কিন্তু ভোট দেবেন না। নির্বাচনের আগে হিং’সার পরিস্থিতি তৈরির চেষ্টা হবে; আপনারা সতর্ক থাকবেন”।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর তৃণমূলে বি’দ্রোহ, অমিত শাহের সঙ্গে বৈঠক করে, দল ছাড়ছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ
সরকারি সভায়, কেন্দ্রের নতুন কৃষি আইনকেও; নি’শানা করেন মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন; “দিল্লির সরকার সব আলু পেঁয়াজ; নিয়ে চলে যাচ্ছে। মানুষের আলুভাতেও জুটবে না। চাষী, দ’লিত, আদিবাসী; সবার অধিকার কেড়ে নেবে; মোদী সরকার”। এছাড়াও সাঁওতাল বিদ্রোহের নায়ক, বীরসা মুণ্ডার মূর্তিতে; অমিত শাহর মাল্যদান বিতর্ক নিয়েও; মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী; ওই সরকারি সভা থেকেই।
আরও পড়ুনঃ কলকাতায় ফের শুভেন্দুর সঙ্গে সৌগতর বৈঠকে কি মিলবে রফাসূত্র, তাকিয়ে তৃণমূল বিজেপি
এরপরেই শুরু হয় বিতর্ক। সরকারি সভায়, তৃণমূলের ভোটের প্রচার; করলেন মুখ্যমন্ত্রী মমতা; অভিযোগ তুলে শোরগোল শুরু করেছে বাম-বিজেপি-কংগ্রেস। সরকারি সভাকে ভোটের জনসভায় পরিণত করায়; মুখ্যমন্ত্রীর তুমুল সমালোচনা করেছেন বিরোধী নেতারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ; সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী; ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী; একযোগে মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা করেছেন।