আমফান যেতে না যেতেই ভারতের সীমান্তে হাজির নিসর্গ। ইতিমধ্যে মুম্বাইতে জারি হয়েছে রেড অ্যালার্ট। নিসর্গের অপেক্ষায় প্রহর গুনছে মুম্বাইবাসী। মৌসম ভবন যা ইঙ্গিত দিয়েছে; সেই অনুসারে মুম্বাই শহরের ইতিহাসে এমন সাইক্লোন আগে ঘটেছে কিনা সন্দেহ। নিসর্গের প্রভাবে বুধবার থেকেই; শহরে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বইবে ঝোড় হাওয়া।
কিছুদিন আগেই দক্ষিণবঙ্গকে তছনছ করেছে; সুপার সাইক্লোন আমফান। এবার সেই একই অবস্থা হতে পারে বাণিজ্যনগরী মুম্বাইয়েরও। ৩ জুন সন্ধ্যায় এর স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। এখনও পর্যন্ত মহারাষ্ট্র উপকূলে; এই ঘূর্ণিঝড় আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। মুম্বই ও পার্শ্ববর্তী জেলাগুলিকে এ নিয়ে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।
মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে; স্থানীয় মানুষদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। যত দ্রত সম্ভব খালি করে দেওয়া হবে; উপকূলবর্তী এলাকা। এই দুই রাজ্যে; বর্তমানে দাপট দেখাচ্ছে করোনা। বহু রোগী করোনা আক্রান্ত হয়ে; হাসপাতালে ভরতি রয়েছেন। তাই নিসর্গর প্রভাবে যাতে বিদ্যুৎ সরবরাহে ব্যাহত না হয়; সেই চেষ্টাও চালাচ্ছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। মৎস্যজীবীদে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছে; তাঁদের যত দ্রুত সম্ভব ফিরে আসার কথাও বলা হয়েছে।