ভোটের আগে বিধানসভায় শিক্ষিকাদের ‘বিপ্লব’; আন্দোলন সমর্থন করে মমতাকে আক্রমণ করলেন দিলীপ। বুধবার রাজ্য বিধানসভার গেটের বাইরে; তুমুল বিক্ষোভ দেখান ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-এর মহিলা সদস্যরা। ‘সমকাজে সম বেতন’-সহ বিভিন্ন দাবিতে; এদিন তাঁরা বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও; তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কর্ণপাত করছে না; বলেই অভিযোগ তাঁদের। বুধবার বিধানসভার ৬ নম্বর গেটের বাইরে; বিক্ষোভ-স্লোগানের পাশাপাশি; গেটের উপরেও উঠে পড়েন কয়েকজন শিক্ষিকা। দীর্ঘক্ষণ গেটের উপরেই দাঁড়িয়ে; স্লোগান দিতে থাকেন তাঁরা। নীচেও চলতে থাকে; বিক্ষোভ-আন্দোলন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার শিক্ষিকাদের বিধানসভা অভিযানকে ঘিরে; চরম উত্তেজনা ছড়ায় বিধানসভা ভবন চত্বরে। এদিন রাজ্য বিধানসভা গেটের বাইরে জমায়েত হয়ে; বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষিকারা। তবে পুলিশের নজর এড়িয়ে কী ভাবে; তাঁরা বিধানসভা চত্বরের ভেতরে ঢুকে পড়লেন; তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিধানসভার গেটের মাথায়; উঠে পড়েন শিক্ষিকারা। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি; এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে; বঙ্গ বিজেপি নেতারা।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে কি ‘সেফ’ মমতা, শুভেন্দুর হুঙ্কার ‘খতিয়ে’ দেখতে সমীক্ষার দায়িত্ব সুব্রতকে
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে; পশ্চিম মেদিনীপুরের শালবনীতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন; “রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাতে কেউ সুখী নয়। কেউ কেউ নিজেকে বঞ্চিত বলে মনে করছেন; আর আন্দোলনের পথে নামছেন। সরকার আন্দোলন ঠেকাতে ব্যস্ত; উন্নয়ন আর হচ্ছে না। সরকারের উচিত শিক্ষকদের আন্দোলন ও তাঁদের দাবি; সহানুভুতির সঙ্গে বিবেচনা করা”।
বুধবার থেকেই শুরু হল; রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। তার আগেই এদিন বিধানসভার গেটের বাইরে; তুমুল বিক্ষোভ দেখান ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-এর সদস্যরা। বিধানসভার ৬ নম্বর গেটের বাইরে; বিক্ষোভ-স্লোগান দিতে দিতে; গেটের ওপরে উঠে পড়েন কয়েকজন শিক্ষিকা। খবর পেয়ে পুলিশ এসে; বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মহিলা পুলিশ না থাকায়; গেটের ওপর থেকে দুই মহিলাকে নামাতে; বেগ পেতে হয় পুলিশকর্মীদের। পরে মহিলা পুলিশ এনে; শিক্ষিকাদের পুলিশ ভ্যানে তোলা হয়।