মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের

534
মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের/The News বাংলা
মুখ্যমন্ত্রী মমতার হুঁশিয়ারির প্রতিবাদে এবার গণ ইস্তফা ডাক্তারদের/The News বাংলা

মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির প্রতিবাদে; এবার গণ ইস্তফা দিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ জন চিকিৎসক। জানা গেছে, এঁদের মধ্যে তিন চিকিৎসক মেডিসিন বিভাগের। নামপ্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান; তাঁরা ইস্তফা দিলেও, ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে; এবার চিকিৎসকদের গণ ইস্তফার ঘটনা ঘটল। নিরাপত্তার দাবিতে পদত্যাগ করলেন; উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক। তাঁদের অভিযোগ; কাজের পরিবেশ নেই হাসপাতালে। তাঁরাও নিরাপত্তার অভাব বোধ করছেন। মেডিসিন বিভাগের পর সার্জারি বিভাগের ডাক্তাররাও; গণ ইস্তফা দেবেন বলেই জানা যাচ্ছে।

সাগর দত্ত হাসপাতাল সূত্রে খবর; যে ১১ জন চিকিৎসক বৃহস্পতিবার গণ ইস্তফা দিয়েছেন; তাঁদের মধ্যে ৩ জন রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও), তিন জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং এক জন প্রফেসর ও বাকিরা হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার।

জানা গেছে, তাঁরা ইস্তফাপত্র জমা দিয়েছেন; বিভাগীয় প্রধানের কাছে। বিভাগীয় প্রধান সেই পদত্যাগপত্রগুলি পাঠিয়ে দিয়েছেন; সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্য়ক্ষের কাছে। অধ্যক্ষ ওই পদত্যাগপত্রগুলি; রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছেন।

এদিন দুপুর ২টোর মধ্যে ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার না করলে; এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্টে বা এসমা জারি করার হুমকি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী; তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের কর্মবিরতিতে ক্ষুব্ধ মমতা; এদিন এসএসকেএম হাসপাতালে হুমকিই দেন ডাক্তারদের।

এসএসকেএম হাসপাতালে পৌঁছে মমতা বলেন; “রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। চার ঘণ্টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ না দিলে; হস্টেল ও হাসপাতাল চত্বর খালি করে দেওয়া হবে”। এনআরএস কাণ্ডে পাঁচজনকে গ্রেফতার কারার পরেও; কেন ডাক্তাররা এমন অনড় অবস্থান নিয়েছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

সোমবার থেকে শুরু হওয়া এনআরএস কাণ্ডে; বারবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার স্বাস্থ্য দফতরের লিখিত বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের আবেদন জানানোর পর; বৃহস্পতিবার কড়া প্রশাসকের মেজাজে; সরাসরি হস্তক্ষেপ করলেন মমতা।

এরপরেই ক্ষুব্ধ ডাক্তাররা পদত্যাগের সিদ্ধান্ত নেন। প্রথমে ৭জন ডাক্তার; পদত্যাগ করেন। পরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ জনে। এনআরএস কাণ্ডে, এসএসকেএম হাসপাতালে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী মমতার হুমকি; ও তারপরে ডাক্তারদের ইস্তফার সিদ্ধান্তে; হইচই পরে গেছে বাংলার চিকিৎসা মহলে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন