মানব গুহ, কলকাতাঃ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির নামে; সাংবাদিকদের তো’লাবাজি কা’ণ্ডে; পুলিশের জালে মূল পা’ণ্ডা। ইডির ভু’য়ো কাগজপত্র দেখিয়ে, তো’লাবাজি মামলায়; গোয়েন্দাদের জা’লে সুদীপ্ত রায় চৌধুরী। চি’টফান্ড কে’লেঙ্কারিতে অ’ভিযুক্ত, গৌতম কুণ্ডুর সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার অ’ভিযোগে; আগেও গ্রে’ফতার করেছিল ইডি। তাকে ফের গ্রে’ফতার করল; বিধাননগর গোয়েন্দা দফতর। এই সুদীপ্ত রায় চৌধুরী ও কয়েকজনের বিরুদ্ধে; ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নির্মল কুমার মোসা বিধাননগর উত্তর থানায়; একটি FIR করেন (FIR number 140/20)। ওই এফআইআরে, ইডির ভু’য়ো কাগজপত্র দেখিয়ে তো’লাবাজির অভিযোগ রয়েছে; সুদীপ্ত রায় চৌধুরী সহ কয়েকজন বাংলার সাংবাদিকদের বি’রুদ্ধে। অ’ভিযোগ পেয়ে তদন্ত শুরু করে; বিধাননগর ডিডি।
ইডির ওই এফআইআরে অ’ভিযুক্তদের বিরুদ্ধে; অ’পরাধমূ’লক প্র’তারণা (420 IPC); জা’লিয়াতি (468 IPC); তো’লাবাজির জন্য কাগজপত্র ও ইলেক্ট্রনিক রেকর্ড ব্যবহার (471 IPC); প্র’তারণার জন্য জা’ল সিল ও সই ব্যবহার (472 IPC); জা’ল ডকুমেন্ট রাখা ও ব্যবহার (474 IPC); ও অ’পরাধমূ’লক ষ’ড়যন্ত্র (120B) ধারায় FIR দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তের দায়িত্বে আছে; ডিডি বিধাননগর। সেই মামলাতেই গ্রে’ফতার করা হয়েছে; মূল অ’ভিযুক্ত সুদীপ্ত রায় চৌধুরীকে। এই গ্রে’ফতারের পরেই; ভ’য়ে কাঁ’পছেন বেশ কয়েকটি বিখ্যাত বাংলা নিউজ চ্যানেলের কয়েকজন সাংবাদিক।
আরও পড়ুনঃ ১০ বছর পর মমতা ও তৃণমূলকে হঠিয়ে, পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর ‘খেজুরি দিবস’ পালন

তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন চি’টফাণ্ডে জ’ড়িত থাকার ফ’লস ডকুমেন্ট দেখিয়ে; রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের ভ’য় দেখানো হত। ইডির ভু’য়ো কাগজপত্র দেখানো হত। এবং এইসব মামলা থেকে নাম সরিয়ে দেবার নামে; মোটা অঙ্কের টাকা, আদায় করা হত। রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের ভ’য় দেখানোর জন্য; বাংলা চ্যানেলের কয়েকজন সাংবাদিককে; এই কাজে ব্যবহার করা হত।
সাংবাদিকদের টাকা, ফ্লাট, এসইউভি গাড়ি, বাইক; দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। ইডি তো’লাবা’জি কা’ণ্ডে, গোয়েন্দা তদন্তে চা’ঞ্চল্যকর তথ্য! ১৭ জন ব্যবসায়ী ও নেতার কাছ থেকে ভ’য় দেখিয়ে; প্রায় ৮ কোটি টাকা তু’লেছেন ছয় সাংবাদিক। সুদীপ্ত রায় চৌধুরীর গ্রে’ফতারের পর; এবার কি সাংবাদিকদের গ্রেফতার করা হবে? উঠেছে প্রশ্ন। সাংবাদিকদের আগেই; জে’রা করেছে গোয়েন্দারা। বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট জানিয়েছে; সুদীপ্তকে কোর্টে তুলে পুলিশ হেফাজত চাওয়া হবে।