৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে নতুন মুখের জয়জয়কার

9639
৬৪ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের জিতলেন যারা: সম্পূর্ণ তালিকা/The News বাংলা
৬৪ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের জিতলেন যারা: সম্পূর্ণ তালিকা/The News বাংলা

৬৪ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের জিতলেন যারা: সম্পূর্ণ তালিকা

গত শনিবার মুম্বাই আর জিও গার্ডেনে হয়ে গেল ফিল্মফেয়ার পুরস্কারের অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন শাহরুখ খান, রাজকুমার রাও এবং ভিকি কৌশল। এক ঝলকে দেখে নিন, এবার কার হাতে উঠলো কালো সুন্দরী।

সেরা অভিনেতা- রণবীর কাপুর ‘সঞ্জু’ ছবির জন্য।
সেরা অভিনেত্রী- আলিয়া ভট্ট ‘রাজি’ ছবির জন্য।
সেরা ছায়াছবি- মেঘনা গুলজারের ‘রাজি’।
সেরা অভিনেতা (সমালোচক)- রণবীর সিং ‘পদ্মাবত’ ছবির জন্য এবং আয়ুষ্মান খুরানা ‘অন্ধাধুন’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (সমালোচক)- নীনা গুপ্তা ‘বাধাই হো’ ছবির জন্যে।
সেরা পরিচালক- মেঘনা গুলজার ‘রাজি’র জন্য।
সেরা ছবি (সমালোচক)- অন্ধাধুন।
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র)- গজরাজ রাও ‘অন্ধাধুন’ ছবির জন্য, ভিকি কৌশল ‘সঞ্জু’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র)- সুরেখা সিখড়ি ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা চিত্রনাট্য- অক্ষত গিলদাই ‘বাধাই হো’ ছবির জন্য।
সেরা গল্প- অনুভব সিনহা ‘মূল্ক’ ছবির জন্য।
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পুরুষ অভিষেক- ঈশান খাট্টর।

ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক- সারা আলী খান।
সেরা নতুন পরিচালক- অমর কৌশিক ‘স্ত্রী’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম- ‘প্লাস মাইনাস’
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম)- হুসেন দালাল ‘সেমলেস’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম)- কীর্তি কুলহারি ‘মায়া’ ছবির জন্য।
সেরা শর্ট ফিল্ম (ফিকশন)- ‘রোগন জোশ’ ।
সেরা শর্ট ফিল্ম (নন ফিকশন)- ‘দা সকার সিটি’।
গুলশান কুমার আওয়ার্ড ফর বেস্ট মিউজিক অ্যালবাম- সঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবত’ ছবির জন্য।

সেরা গীতিকার- গুলজার ‘রাজি’ সিনেমার “এ বতন’ গানটার জন্য।
সেরা নেপথ্য সংগীত শিল্পী (পুরুষ)- অরিজিৎ সিং ‘এ বতন’ গানের জন্য
সেরা নেপথ্য সংগীত শিল্পী (নারী)- শ্রেয়া ঘোষাল ‘ঘুমার’ গানের জন্য।
নতুন প্রতিভার জন্য আর ডি বর্মন পুরস্কার- নীলাদ্রি কুমার।

সেরা চিত্রগ্রহণ- পঙ্কজ কুমার ‘তুম্বাদ’ ছবির জন্য।
সেরা আবহ সংগীত- ডেনিয়েল বি জর্জ ‘অন্ধাধুন’ ছবির জন্য।
সেরা মারপিঠ- বিক্রম দাহিয়া এবং সুনীল রড্রিক্স ‘মুক্কাবাজ’ ছবির জন্য।
সেরা নৃত্য পরিচালনা- কৃতী মহেশ মিদ্দা আর জ্যোতি তমার ‘ঘুমার’ নাচের জন্য।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন