মানব গুহ, কলকাতাঃ ভোটের বাংলায় বড় খবর; এবার কি বিজেপি যোগ দিচ্ছেন মমতা? এমনটাই দাবি করেছেন; বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তবে এ মমতা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়; ইনি মমতাবালা ঠাকুর; বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ। বিজেপি নেতা শান্তনু ঠাকুর বুধবার দাবি করেছেন; “অমিত শাহের সভায়, বিজেপি যোগ দিচ্ছেন মমতাবালা ঠাকুর”। একটি সর্বভারতীয় চ্যানেলে এমন খবর প্রকাশিত হবার পরেই; তার ছবি দিয়ে টুইট করেছেন অনেকেই। এরপরেই এই নিয়ে শোরগোল পরে গেছে; রাজ্য রাজনীতিতে। তবে, তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর The News বাংলা কে পরিষ্কার জানিয়েছেন; “এটা পাগলের মত কথা; আমি তৃণমূলে আছি, থাকব। অমিত শাহের সভা এখানে; তাই গুজব রটাচ্ছে বিজেপি”।
আরও পড়ুনঃ খুলে গেল ‘ছাপ্পা রাজ’, বাংলার একটি জেলায় ৩৭ হাজার ৪৫৩ জন ভুয়ো ভোটার বাদ
ভারতের একটি ন্যাশান্যাল নিউজ চ্যানেলে; একটি নিউজ দেখানো হয়। সেখানে দেখান হয়, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন; “মমতাবালা ঠাকুর যে কোন দিন বিজেপি যোগ দেবেন; অমিত শাহের সভার দিনেই; তিনি তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিতে পারেন”। সেই নিউজের স্ক্রিন শট নিয়ে; অনেকেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

ইতিমধ্যেই সেই নিয়ে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে। The News বাংলা, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মোবাইলে বারবার ফোন করলেও; তিনি ফোন তোলেন নি। তবে তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর; The News বাংলা কে পরিষ্কার বলেন; “পাগলের মত কথা বলছেন শান্তনু ঠাকুর; উনি কোন প্রমাণ দেখাতে পারবেন? আমি তৃণমূলে আছি, ছিলাম ও থাকব। অমিত শাহ সভা করতে আসছেন; তাই গুজব রটাচ্ছে বিজেপি”।
তবে ইতিমধ্যেই এই দাবি ও পাল্টা দাবির তরজা; ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই, নাগরিকত্ব আইন নিয়ে; বিজেপির বিরুদ্ধেই বেসুরো ছিলেন; সাংসদ শান্তনু ঠাকুর। তিনি তৃণমূল যোগ দিতে পারেন বলেই; বাজারে খবর রটেছিল। তৃণমূলের এক মন্ত্রী; তাঁর সঙ্গে দেখাও করেছিলেন; বলে খবর ছিল। এবার মমতাবালা ঠাকুরকে নিয়ে; এই একই জল্পনা রটালেন শান্তনু ঠাকুর। তবে “জল্পনা সত্যি হতেই পারে; অমিত শাহের সভায়”; এমনটাই দাবি বঙ্গ বিজেপি নেতাদের।