পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

531
পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল/The News বাংলা
পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল/The News বাংলা

ঠিক যেন অক্ষয়কুমারের ‘বেবি’ সিনেমা। দেশের বিরুদ্ধে কাজ করা দেশদ্রোহীদের খুঁজে বের করে শেষ করার জন্য ৮ সদস্যের দল গড়ল ভারতের স্বরাষ্ট্র দফতর। ভারতে থেকে, ভারতে চাকরি করে, ভারতে জীবনধারণ করে, অনেক দেশদ্রোহী জঙ্গিদের সাহায্য করছে বলেই গোপন সূত্রে খবর। পাক জঙ্গিদের টাকা জোগানো হচ্ছে ভারত থেকেই। এবার সেই বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল গঠন করল স্বরাষ্ট্র দফতর। এই দল মুলত অপারেশন চালাবে জম্মু কাশ্মীরে।

এই গোয়েন্দা দলের নাম দেওয়া হয়েছে, Terror Monitoring Group। এই দলের কাজ হবে জঙ্গিদের কারা টাকা দিয়ে সাহায্য করছে তা খুঁজে বের করা। অর্থাৎ জঙ্গিদের কারা ফাইন্যান্স করছে তা তদন্ত করে করে খুঁজে বের করা। দেশের সব গোয়েন্দা দফতর থেকে সেরা অফিসারদের নিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ দল। ইতিমধ্যেই ভারতের স্বরাষ্ট্র দফতরের সেই দু-পাতার বিশেষ চিঠি পৌঁছে গেছে সব দফতরেই।

ভারতের স্বরাষ্ট্র দফতরের সেই দু-পাতার বিশেষ চিঠিঃ

পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল/The News বাংলা
পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল/The News বাংলা

NIA, CBI ছাড়াও থাকছে এই ৮ জনের Terror Monitoring Group দলের মধ্যে থাকছে জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা। জঙ্গিদের যারা অর্থ যোগাচ্ছে আর জঙ্গিদের প্রতি যারা সহানুভূতিশীল তাদের খুঁজে বের করবে এই দল। এই ৮ সদস্যের দলের চেয়ারম্যান, ADGP, CID, JK Police । বাকি সদস্যরা হলেন,
২. IGP, J&K Police
৩. Additional Director IB, J&K
৪. CBI এর একজন গোয়েন্দা
৫. NIA এর একজন গোয়েন্দা
৬. CBDT এর একজন গোয়েন্দা
৭. CBIC এর একজন গোয়েন্দা
৮. চেয়ারম্যান মনোনীত একজন গোয়েন্দা।

এই Terror Monitoring Group এর কাজই হবে জম্মু কাশ্মীরে জঙ্গিদের সাহায্যকারী ও তাদের প্রতি সহানুভূতিশীল বিশ্বাসঘাতকদের খুঁজে বের করা। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির মাথাদের প্রতি নজর রাখাও হবে এদের কাজ। সরকারি কর্মী যেমন, শিক্ষকদের বিশেষ করে নজরে রাখা হবে।

জম্মু কাশ্মীরের অনেক সরকারি স্কুল কলেজের শিক্ষক জঙ্গিদের সাহায্যকারীদের ও তাদের প্রতি সহানুভূতিশীল বলেই গোপন সূত্রে খবর। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এই গোয়েন্দা দল। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মী যারা জঙ্গিদের সাহায্যকারী ও তাদের প্রতি সহানুভূতিশীল বা তাদের জন্য টাকার জোগাড় করে, এমন দেশদ্রোহীদের খুঁজে বের করতেই এই ৮ সদস্যের Terror Monitoring Group গোয়েন্দা দল কাজ করবে বলেই লিখিত নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন