“দেশের নতুন সংসদ ভবনের নাম হোক; ‘হিন্দু রাষ্ট্র ভবন”; এমনটাই দাবি তুললেন হিন্দু মহাসভা। সংসদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে হয়েছে; এই ভূমিপুজোর অনুষ্ঠান। দিনটিকে ঐতিহাসিক দিন বলে; মতপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে; প্রধানমন্ত্রী মোদী বলেছেন; “আজ একটা ঐতিহাসিক দিন। আজ এমনটা একটা দিন যেন; ভারতেরই ভিত্তি প্রস্তর স্থাপিত হল। বর্তমানের সংসদ ভবন যদি ১৯৪৭ সাল থেকে; স্বাধীন ভারতকে দিশা দেখিয়ে থাকে; তাহলে সংসদের নতুন ভবন একটি নতুন ও আত্মনির্ভর ভারতের একটা সাক্ষ্য হয়ে উঠবে”। এবার সেই নতুন ভবনের নাম; রাখা নিয়েই উঠে গেল দাবি।
নতুন সংসদ ভবন প্রোজেক্টের ঘোষণা; গত বছর সেপ্টেম্বর মাসে করা হয়েছিল। এই প্রোজেক্ট অনুযায়ী, একটি ত্রিভুজাকার সংসদ ভবনের নির্মাণ করা হবে। নতুন এই সংসদ ভবনে ৯০০ থেকে ১২০০ সাংসদের; বসার জায়গা থাকবে। ২০২২ এর আগস্ট মাসের মধ্যেই; এই নির্মাণ সম্পূর্ণ হওয়ার কথা। ২০২২ সালে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে; এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে।
আরও পড়ুনঃ “মনমোহন মনোনীত, মোদী প্রধানমন্ত্রিত্ব অর্জন করেছেন”, প্রণবের বইয়ে বড় স্বীকৃতি মোদীকে

নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ করতে হবে; ২০২২ সালের গোড়ার মধ্যে। সূত্রের খবর, নতুন ইতিহাস গড়ার দিনক্ষণও বেঁধে দিয়েছেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ জানুয়ারি, ২০২২, নতুন সংসদ ভবনের সম্ভাব্য উদ্বোধনের তারিখও; স্থির করে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই। দেশের স্বাধীনতার ৭৫ তম বছরে, প্রজাতন্ত্র দিবসের দিনই; প্রধানমন্ত্রীর হাতে যাতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের কাজ করা সম্ভব হয়; তা নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে সরকারের শীর্ষ স্তর।
আর এর মধ্যেই হিন্দু মহাসভার প্রধান স্বামী চক্রপাণি মহারাজ দাবি করেছেন যে; নতুন সংসদ ভবনের নাম ‘হিন্দু রাষ্ট্র ভবন’ হওয়া উচিৎ। স্বামী চক্রপাণি বলেছেন; “হিন্দু মহাসভা এই নির্মাণাধীন সংসদের নাম; ‘হিন্দু রাষ্ট্র ভবন’ করার জন্য মকর সংক্রান্তিতে; গোটা দেশে স্বাক্ষর অভিযান চালাবে”। এর সঙ্গে সঙ্গে, চক্রপাণি মহারাজের তরফ থেকে, একটি আবেদন; প্রধানমন্ত্রী কার্যালয়েও পাঠানো হয়েছে। সেখানেও নতুন সংসদ ভবনের নাম; ‘হিন্দু রাষ্ট্র ভবন’ রাখার দাবি তোলা হয়েছে।