সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে

779
পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা
পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা

১৪ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ আত্মঘাতী আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছেন ভারতের ৫০ জন সেনা জওয়ান। ক্রোধে ফুটছে গোটা দেশ। পাকিস্তান এর দিকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্বীকৃতি বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই ভয়ঙ্কর হামলার কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ে উদ্বোধন হল পাকিস্তান সুপার লিগ। আর এই সুপার লিগে চুটিয়ে ব্যবসা করছে কয়েকটি ভারতীয় কোম্পানি।

আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

বৃহস্পতিবার ১৪ই ফেব্রুয়ারী, ওইদিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্বোধন হয়েছিল পাকিস্তান সুপার লিগের। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিভি ও অন্যান্য সম্প্রচারের বরাত নিয়েছে মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স৷ পাক জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেশজুড়ে চাপানউতোর শুরু হলেও, পাকিস্তানকে সর্বত্র বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলেও পাকিস্তানের হয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পড়ছে না।

আরও পড়ুনঃ কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

শুধু আইএমজি-রিলায়েন্স নয়, ভারতীয় টিভি কোম্পানি টিসিএল এবার এই পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমি টিমের প্রধান স্পনসর। এখানেই শেষ নয়, আরও দুটি ভারতীয় কোম্পানি টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং এই পাকিস্তান সুপার লিগে মিডিয়া রাইটস কিনেছে। বলা যায়, দেশে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ কিন্তু পাকিস্তানের হয়ে ক্রিকেট ব্যবসায়ে টাকা ঢালছে ভারতীয় কোম্পানিগুলি।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

কাশ্মীরের পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর গোটা দেশ আবেগে ভাসছে, সবদিক দিয়ে পাকিস্তানকে বয়কট করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। তখন কিন্তু পাকিস্তানের হয়ে টাকা লাগিয়ে নিজেদের ব্যবসায় মুনাফা লাভের আশা ছাড়ছে মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। পাক জঙ্গি হানার পরও এই শিল্পগোষ্ঠী পাকিস্তান সুপার লিগের তার ভূমিকা যথাযথ ভাবেই পালন করছে।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা
সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে/The News বাংলা

ভারত পাক দুদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেই ২০১৩ সালের পর থেকে। আর পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর সামনের কয়েক বছরেও সেই দ্বিপাক্ষিক সিরিজ যে হচ্ছে না, তা একেবারেই পরিষ্কার। আইপিএল থেকেও বাতিল করা হয়েছে পাক ক্রিকেটারদের। শুধু ক্রিকেট কেন, ক্রিকেট ছাড়াও অন্য কোন খেলাতেই দুদেশের মধ্যে কোথাও কোন দ্বিপাক্ষিক সিরিজ সামনের কয়েক বছরে আর হবে না, এটা পরিস্কার।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

দুবাইয়ে শুরু হলেও পাকিস্তান সুপার লিগের শেষ ৮টি ম্যাচ পাকিস্তানেই হবে। ফাইনাল হবে করাচিতে। গোটা দেশ পাকিস্তানের সঙ্গে কোন সম্পর্ক না রাখার অঙ্গিকার করেছে। পাকিস্তানকে আন্তর্জাতিক দুনিয়া থেকে একঘরে করার চেষ্টা করছে মোদী সরকার। আর তখনই লজ্জাজনক ভাবে আইএমজি-রিলায়েন্স, টিসিএল, টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং সহ ভারতীয় কোম্পানিগুলি টাকা ঢালছে পাক ক্রিকেট ব্যবসায়।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

সব ত্যাগ স্বীকার করবে শুধু সেনারা? সব ত্যাগ স্বীকার করে চরম বলিদান দেবে শুধু সেনার পরিবার? ত্যাগ স্বীকার করবে শুধু আমজনতা? আর মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা বহাল তবিয়তে পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভারত সরকারের কথা মেনে পাকিস্তানকে সবদিক থেকে বয়কট করতে পারে, তাহলে মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা কেন পাকিস্তানকে বয়কট করবে না? ব্যবসায় মুনাফা দেশের স্বার্থের চেয়েও বড়? মিঃ আম্বানি, প্রশ্ন কিন্তু উঠছে?

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন