মহাসাগরে অবাধ রাজত্ব চালাতে; নৌসেনার হাতে এল অত্যাধুনিক স্করপেন সাবমেরিন ‘INS Vagir’। এই নিয়ে, পঞ্চম স্করপেন সাবমেরিন পেল; ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার মুম্বইয়ের মাঝগাঁও ডক থেকে; আইএনএস বাগীর নামে ভারতে তৈরি; এই ‘উন্নততর স্টেলথ ডুবোজাহাজ’টিকে; আনুষ্ঠানিক ভাবে আরব সাগরে নামানো হয়। চিন ও পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে; জলপথে সমরসজ্জায় আরও শক্তিশালী ভারত। এবার জলে অবাধ রাজত্ব চালাতে; নৌসেনার হাতে এল; আরও এক অত্যাধুনিক স্করপেন সাবমেরিন। বুধবার মাজগাঁও ডক থেকে যাত্রা শুরু করা ‘INS Vagir’ সাবমেরিন; স্করপেন ক্লাসের পঞ্চম ডুবোজাহাজ।
নৌবাহিনীর এই অনুষ্ঠানে বোতাম টিপে; বাগীরের যাত্রার সূচনা করেন; প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকের স্ত্রী বিজয়া। শ্রীপদ নায়েক গোয়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে; অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই ডুবোজাহাজ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে; চিনা নৌবাহিনীর মোকাবিলায় কার্যকর ভূমিকা নেবে; জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ১৯৭৩ সালে আইএনএস বাগীর নামে; একটি রুশ ডুবোজাহাজ ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছিল।
আরও পড়ুনঃ বামেদের নাকের ডগায়, জেএনইউ ক্যাম্পাসে বিবেকানন্দ মূর্তি উন্মোচনে মোদী, উ’ত্তপ্ত বিশ্ববিদ্যালয়

ভারতীয় নৌসেনার ‘Project-75’ এর অন্তর্গত; ফরাসি অস্ত্রনির্মাতা DCNS-এর ডিজাইন করা; ছ’টি স্করপেন বা কালভরি ক্লাস সাবমেরিন তৈরি করছে ভারত। এর মধ্যে INS Kalvari ও INS Khanderi নামের দু’টি স্করপেন সাবমেরিন; ভারতীয় নৌসেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। INS Karanj ও INS Vela’র ‘সি ট্রায়াল’; সাগরে পরীক্ষানিরীক্ষা চলছে। এই ক্লাসের শেষ সাবমেরিন; INS Vagsheer-এর নির্মাণ চলছে।
এই ডুবোজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়েছে; স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। প্রি-গাইডেড মিসাইল ব্যবহার করে; প্রায় নিঃশব্দে শত্রুকে জলের নিচে ছিন্নভিন্ন করে দিতে পারে ‘INS Karanj’। প্রায় ৬৭ মিটার লম্বা, ওজনে দেড় হাজার টনেরও বেশি; এই ডুবোজাহাজ চওড়ায় প্রায় সাড়ে ছয় মিটার। এটি এমন ভাবে বানানো হচ্ছে, যাতে দীর্ঘক্ষণ জলের তলায়; ডুবে থাকতে পারে। ‘স্করপেন’ থেকে অনায়াসে যুদ্ধজাহাজ ধ্বংস করার; টর্পেডো এবং ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। শুধু তাই নয় প্রায় শব্দহীন এই সাবমেরিনটিকে; জলের তলায় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। স্টেলথ প্রযুক্তি বা লুকিয়ে থাকার অসাধারণ ক্ষমতার জন্য; এই সাবমেরিনটি ‘সোনার’ বা ‘রেডার’-এ প্রায় অদৃশ্য।