শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী

561
শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা
শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা

‘কম্যান্ডো’৷ একটা শব্দই ঝাঁকিয়ে দেয় সাধারণ মানুষকেও৷ যে কোন সাধারণ সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালি, অনেক বেশি ক্ষিপ্র, চোখের পলক ফেলার আগেই শত্রুর উপর ঝাঁপিয়ে পরতে সদা প্রস্তুত ভারতের এই কম্যান্ডোরা। বিশ্বের যে কোন দেশের তুলনায় ভারতের ৯টি কম্যান্ডো বাহিনী যেন অধিক হিংস্র, ক্ষিপ্র ও গতিসম্পন্ন।

প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় এরা খুব বেশি পারদর্শী। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুর সামনে সাক্ষাৎ যম হয়ে উদয় হয়ে শত্রু বিনাশ করতে এদের জুড়ি মেলা ভার। বিপদ মোকাবিলায় এরা এতটাই ভয়ানক যে এই ৯ বাহিনীকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কম্যান্ডো বাহিনী হিসাবে গণ্য করা হয়।

পড়ুন প্রথম পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী
পড়ুন তৃতীয় পর্বঃ শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী

এক নজরে দেখে নেওয়া যাক, ভারতের এই ৯ কম্যান্ডো বাহিনীকে। প্রথম পর্বে ৩ কম্যান্ডো বাহিনীর পর দ্বিতীয় পর্বে আরও ৩ কম্যান্ডো বাহিনী সম্পর্কে সবকিছু জেনে নিন।

শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা
শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা

৪. NSG বা ব্ল্যাক ক্যাটস কম্যান্ডোঃ ১৯৮৪ সালে এই কম্যান্ডো বাহিনী তৈরি হয়। এই কম্যান্ডো বাহিনীর মূল নাম ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। মূলত এরা এলিট কম্যান্ডো বাহিনী। যারা জঙ্গি নিধনে বিশেষভাবে প্রশিক্ষিত। কালো পোশাকের জন্যই এদের ব্লাক ক্যাটস কম্যান্ডো বলা হয়। জঙ্গি হামলার মোকাবিলা থেকে বিমান ছিনতাই, ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া, যেকোনো গুরুত্বপূর্ণ স্থানকে শত্রুপক্ষের হাত থেকে নিজেদের কব্জায় আনতে সক্ষম ব্ল্যাক ক্যাটস-এর কম্যান্ডোরা।

গত দুদশকেরও বেশি সময়ে অপারেশন ব্ল্যাক থান্ডার, অপারেশন অশ্বমেধ, অপারেশন ব্ল্যাক টর্নেডো, অপারেশন সাইক্লোনের মতো অভিযানে অংশ নিয়েছে ব্ল্যাক ক্যাটস। এনএসজির আবার দুটো ভাগ রয়েছে— স্পেশাল অ্যাকশন গ্রুপ বা এসএজি এবং স্পেশাল রেঞ্জার গ্রুপ বা এসআরজি। এনএসজি কম্যান্ডো হওয়ার জন্য ৯ মাস ধরে প্রশিক্ষণ চলে। অপারেশনের সময় নিমেষের মধ্যে জঙ্গী বা শ্ত্রুর মাথায় সরাসরি গুলি করার প্রশিক্ষণ দেওয়া হয়৷ জার্মানির GSG 9 কম্যান্ডো ফোর্সকে দেখেই তৈরী হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি।

শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা
শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা

৫. SPG বা স্পেশাল প্রটেকশন গ্রুপ কম্যান্ডোঃ স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG ভারত সরকারের এমন একটা কম্যান্ডো বাহিনী যারা ভারতের প্রধানমন্ত্রী ও প্রাক্তণ প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারকে রক্ষা করে। ভারতের প্রধানমন্ত্রীকে রক্ষা করাই SPG র কাজ। ছোট অস্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে ঘিরে থাকেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG র কম্যান্ডো। প্রধানমন্ত্রীকে যে কোন বিপদ থেকে ঘিরে ফেলে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়াই এই কম্যান্ডোদের কাজ৷ ভারতের প্রধানমন্ত্রীর বডিগার্ডের কাজ করেন এঁরা। শত্রু খুব কাছ থেকে আক্রমণ করলে এই কম্যান্ডো বাহিনী পাঁচিলের ঢালের মত প্রধানমন্ত্রীকে রক্ষা করবেন।

শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা
শত্রুকে নিমেষে নিকেশ করে ভারতের সেরা ৯ কম্যান্ডো বাহিনী/The News বাংলা

৬. স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স কম্যান্ডোঃ ১৯৬২ সালে তৈরী হয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এই কম্যান্ডো বাহিনীটি প্যারামিলিটারি ফোর্সের। ইন্দো-চায়না যুদ্ধের সময়ে এই কম্যান্ডো বাহিনীর গঠন হয়েছিল। এরা এমন এক প্রশিক্ষিত কম্যান্ডো বাহিনী, যারা শত্রুকে তাড়া করে এলাকা ছাড়া করে। মূলত স্থলপথে যুদ্ধের জন্য এদের প্রশিক্ষিত করা হয়। তবে, যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতে গরিলা যুদ্ধে ভয়ঙ্কর রকমের দক্ষ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স।

১৯৭১ সালের ভারত পাকিস্থান যুদ্ধে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কম্যান্ডোরা উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছিল। চিটাগঞ্জ পাহাড় অঞ্চলে ভারতীয় সেনাদের সরাসরি লড়তে সাহায্য করেছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। শুধু তাই নয়, এরাই এক বিশাল পাকিস্থান বাহিনীকে বার্মা পালিয়ে যাওয়া থেকে আটকে দেয় এবং এক বিশাল পাক বাহিনীকে আটকে রাখে। ভারত পাক যুদ্ধের পর প্রায় ৬০০ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এর কম্যান্ডোকে পুরস্কৃত করে ভারত সরকার।

পাহাড়ের উপরে লড়াই থেকে শুরু করে প্যারাসুটে ঝাঁপ দিয়ে শত্রুকে খতম করতে ওস্তাদ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। পণবন্দিদের উদ্ধারেরও প্রশিক্ষণ আছে এদের। এই কম্যান্ডো বাহিনীর একটি ইউনিটকে সিয়াচেন হিমবাহে পাহারার কাজে মোতায়েন করা হয়। ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টারেও স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স কম্যান্ডো বাহিনীকে কাজে লাগান হয়।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন