বাংলা ছোট করে লেখা, হিন্দি ও ইংরাজি বড়; কলকাতা মেট্রোকে ক্ষোভ উগরে দিল আম বাঙালি। বরাহ নগর মেট্রো স্টেশনের ছবি দিয়ে; কলকাতা মেট্রো ফেসবুক পোস্টে জানিয়েছিল; “মেট্রো স্টেশন রেডি”। সেই পোস্টেই হাজার হাজার আম বাঙালি; নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। হিন্দি ও ইংরাজি ফ্রন্ট কেন বড় করে লেখা; আর বাংলা ফ্রন্ট কেন ছোট করে লেখা? এই নিয়েই মেট্রো কর্তৃপক্ষকে; একহাত নিয়েছেন সাধারণ মানুষ। নিজের পোস্টে এসেই এর কৈফিয়ত দিয়েছে; কলকাতা মেট্রো। লেখা হয়েছে, “এখনও কিছুই চূড়ান্ত হয় নি; অনেক কিছুই পাল্টাবে”। তবে, তাতে সন্তুষ্ট হন নি; সাধারণ মানুষ।
কলকাতা মেট্রোয় নবতম স্টেশন হিসেবে; সংযোজনের অপেক্ষায় থাকা বরাহনগর এবং দক্ষিণেশ্বরে কি; ভাষা হিসেবে বাংলা ব্রাত্য হতে চলেছে? ওই দুই মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখলেও; আপাতদৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছে বলে; সাধারণ মানুষের অভিযোগ উঠেছে। ওই দুই মেট্রো স্টেশনে আপ এবং ডাউন প্ল্যাটফর্মে; গন্তব্য হিসেবে যে ভাবে স্টেশনের নাম লেখা হয়েছে; তাতে বাংলাকে অবহেলার প্রবণতাই চোখে পড়ছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ দুবাই ও থাইল্যান্ডে খাটছে গরু ও কয়লা পাচারের টাকা, রাজ্যের ১২ জায়গায় ইডি অভিযান

দুটি স্টেশন মিলিয়ে মোট আটটি বোর্ডে দেখা যাচ্ছে; হিন্দি ও ইংরাজিতে যতটা বড় হরফে বরাহনগর বা দক্ষিণেশ্বর লেখা হয়েছে; তার অর্ধেকেরও কম মাপের হরফে বাংলা নাম রয়েছে। তার উপরে হিন্দি হরফের পশ্চাৎপটে; গাঢ় নীল রঙ ব্যবহার করায় সেটি যতটা চোখে পড়ছে; তুলনায় সাদা পশ্চাৎপটে বাংলা বা ইংরেজি হরফের নাম; অনেকটাই ম্লান বলে অভিযোগ তুলেছেন এ রাজ্যের রেলপ্রেমীদের একটি বড় অংশ।
বরাহ নগরে প্রবেশপথে একই মাপের হরফে; তিন ভাষায় স্টেশনের নাম লেখা হয় নি বলেই অভিযোগ। আর তাই কলকাতা মেট্রো ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই; কমেন্ট বক্সে মেট্রোকে একহাত নেন; রাজ্যের সাধারণ মানুষ। ক্ষোভ চাপা দিতে; কৈফিয়ত দেয় মেট্রো। তবে তাতেও ক্ষোভ কমেনি নি মানুষের। কেন হিন্দি ভাষার বাড়বাড়ন্ত এই বাংলায়? প্রশ্ন তুলে মেট্রো আধিকারিকদের; একহাত নিয়েছেন আম বাঙালি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে; জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।