সামনে বিকট শব্দ, মাওবাদী অঞ্চলে উল্টে গেল ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি

477
সামনে বিকট শব্দ, মাওবাদী অঞ্চলে উল্টে গেল ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি/The News বাংলা
সামনে বিকট শব্দ, মাওবাদী অঞ্চলে উল্টে গেল ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি/The News বাংলা

সামনে বিকট শব্দ; আর তারপরেই মাওবাদী অঞ্চলে উল্টে গেল ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি। এক মহিলা পুলিশ কর্মী সহ; আহত ১৬ জন পুলিশ কর্মী। পুলিশ কর্মীরা প্রথমে বোমা ফাটার শব্দের মত; একটি আওয়াজ শুনতে পান। তারপরেই উল্টে যায় গাড়িটি।

মাওবাদী এলাকা পুরুলিয়ার বরাবাজার থানার; হিজলি এলাকায় টহল দিচ্ছিল একটি ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়ি। একটি বিকট শব্দ শোনার পরেই উল্টে যায় ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়িটি। মাওবাদী হামলা ভেবে চমকে ওঠেন পুলিশ কর্মীরা।

পরে প্রাথমিক তদন্তে উঠে আসে যে, ল্যান্ডমাইন প্রতিরোধক গাড়িটির সামনে চাকা ফেটে যাওয়াতেই গাড়িটি উল্টে যায়। ঘটনায় চালক সহ ১৬ জন পুলিশ কর্মীই আহত হন। এক মহিলা পুলিশ কর্মীও আহত হয়েছেন।

আরও পড়ুনঃ পড়তে হবে বুলেটপ্রুফ জ্যাকেট, এড়াতে হবে মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন

এদের প্রত্যেকেই দেবেন মাহাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর; কয়েকজন পুলিশ কর্মীকে ছেড়েও দেওয়া হয়। বাংলার মাওবাদী এলাকায় ভোটের আগেই; এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পড়তে হবে বুলেটপ্রুফ জ্যাকেট; এড়াতে হবে IED বা ইম্প্রসিভ এক্সপ্লসিভ ডিভাইজ। আগেই জঙ্গলমহলে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের পরে মাওবাদীদের গেরিলা আক্রমনে; মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালক সহ ১৬ জন জওয়ান শহিদ হন। IED বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়; সেনা জওয়ানদের গাড়িতে।

আরও পড়ুনঃ গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ

পরের দিনই ছত্তিশগড়ের সুকমায়; মাওবাদীরা গ্রামে ঢুকে পুলিশের গুপ্তচর সন্দেহে দুজনকে খুন করে। এইসব ঘটনার পর; আর ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। আর তাই জঙ্গলমহলে ডিউটি করতে যাওয়া; কেন্দ্রীয় বাহিনী সদস্যদের দেওয়া হল বিশেষ নির্দেশ। ইতিমধ্যেই কোম্পানি কমান্ডারদের কাছে সেই নির্দেশিকা পৌঁছেছে। প্রতিটি জওয়ানকে সেই নির্দেশিকা বুঝিয়ে দিতে বলা হয়েছে।

প্রতিবারের মতো এবারও; নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। অতীত বলছে ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো বেশ কিছু জায়গায়; নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা। তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা। কমিশন সূত্রে খবর; অন্য সাতটি কেন্দ্রে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও; ঝাড়গ্রামে সব বুথেই থাকবে বাহিনী। পুরুলিয়াতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন