‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’

525
'দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়'/The News বাংলা
'দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়'/The News বাংলা

The News বাংলা, মহিষাদলঃ ‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’, মহিষাদলে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফের মমতাকেই দেশের প্রধানমন্ত্রী পদের যোগ্য দাবিদার বলে ঘোষণা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ব্রিগেড সভার সমর্থনে লবন সত্যাগ্রহ আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের পীছাবনীতে জনসভা করল তৃণমূল। শনিবার কাঁথি-১ ব্লক তৃণমূলের উদ্যোগে পিছাবনীতে আয়োজিত সভায় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন,’কেন্দ্রের মোদী সরকারের আচ্ছে দিন কোথায়? গোধড়া কাণ্ডের নায়ক নরেন্দ্র মোদী দেশে সাম্প্রদায়িক সরকার চালাচ্ছে’।

'দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়'/The News বাংলা
‘দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়’/The News বাংলা

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস বলেন,’আমরা পিছিয়ে যাব না, সামনের দিকে এগিয়ে যাব। মোদী সরকার দেশের সাধারণ মানুষের উপর রোলার চালিয়েছে। নোটবন্দী, জিএসটি চালু করে দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে’।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,’সারা ভারতবর্ষ থেকে আমাদের বিজেপিকে হঠাতে হবে। ভারতবর্ষে কোন সাম্প্রদায়িকতা চলবে না। সাম্প্রদায়িক শক্তির ভারতবর্ষে কোন জায়গা নেই। বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না’। তিনি আরও বলেন, ‘আম্বানী, আদানী, মালেয়া, নীরব মোদী দেশের টাকা লুঠ করেছে। অথচ মোদী সরকার চুপচাপ রয়েছে’।

আরও পড়ুনঃ ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি ও কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন,’দিঘা-নন্দকুমার ১১৬ বি চার লেনের কাজ চলছে। গ্রামে গ্রামে সড়ক যোজনার কাজ চলছে। দলের পুরোনো দিনের কর্মী দলে ফিরাতে হবে’।

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’আগে সামলা মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা! তারপর সামলাবি বাংলা’। শুভেন্দু অধিকারী বলেন, ‘২০১৯ এর লোকসভায় উত্তরবঙ্গে ৬টা আসনই তৃণমূল পাবে। আর দক্ষিণবঙ্গে বিপুল ভোটে হারবে বিজেপি। ৪২ এ ৪২ টি আসনই আমরা পাব’।

আরও পড়ুনঃ ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

সভায় কাঁথি-১ ব্লকের জুনপুট, শৌলা এলাকার শতাধিক মৎস্যজীবীরা আমিন সোয়েলের নেতৃত্বে যোগদান করেন। সেই সঙ্গে অরুণ দাসের নেতৃত্বে রামনগর-২ ব্লকের নির্দলরা তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা নয় সবাই বলছেন, দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দোপাধ্যায়ই। সকলেই বলছেন, জননেত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়া দেশকে কেউই বাঁচাতে পারবে না’। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’। বিজেপির উদ্দেশ্যে শুভেন্দুর হুঁশিয়ারি, তৃনমুলকে চিমটি কেটে লাভ নেই!

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন