মমতার বিধানসভা ভোটের পরিকল্পনা শুরু; বদলি পুলিশ, জেলাশাসক, পুলিশ সুপাররা। বিধানসভা নির্বাচনের আগে, বড়সড় রদবদল হতে চলেছে; কলকাতা পুলিশে। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই কলকাতা পুলিশের এলাকায় বিভিন্ন থানার; ওসি, অ্যাডিশনাল ওসি এবং স্পেশ্যাল ব্রাঞ্চ সহ; বিভিন্ন পদে বড়সড় রদবদল করা হবে। বদলির এই তালিকায় রয়েছে; ৭৯ জন পুলিশ অফিসারের নাম। তা ছাড়া প্রশাসনিক স্তরে আগামী দিনে পুলিশ সুপার; জেলাশাসকদেরও বদলি করা হতে পারে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটের আদর্শ আচরনবিধি লাগু হবার আগেই; এই সব বদলি হয়ে যাবে বলেই, নবান্ন সূত্রে খবর। ভোটের দিকে তাকিয়েই এই বদল; মনে করছে বাংলার রাজনৈতিক মহল। রুটিন বদলি জানানো হয়েছে; নবান্ন থেকে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে; বদলির তালিকায় ৭৯ জনের নাম রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম; কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি; কালীঘাট থানার অধীনে। সেই থানার ওসি শান্তনুকে; স্পেশ্যাল ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় রবীন্দ্র সরোবর থানার; ওসি জয়ন্ত মুখোপাধ্যায়কে আনা হচ্ছে। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি সত্যজিৎ কর্মকারকে; রবীন্দ্র সরোবর থানার ওসি করে পাঠানো হচ্ছে।
আরও পড়ুনঃ “শুভেন্দুর সঙ্গে আর কোন কথা বলা হবে না”, কড়া নির্দেশ দলনেত্রী মমতার
পুলিশ সূত্রে আরও বেশ কয়েকজন, পদাধিকারীর নাম পাওয়া গিয়েছে; যাঁদের বদলি করা হবে। জানা গিয়েছে, শেক্সপিয়র থানায় নিয়ে আসা হচ্ছে; যাদবপুর থানার ওসি অমিত দে সরকারকে। বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তীকে; বদলি করা হচ্ছে একবালপুর থানায়। জোড়াসাঁকো থানার ওসি মুকুলরঞ্জন ঘোষকে; কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে পাঠানো হচ্ছে। নেতাজি নগর থেকে, চারু মার্কেট এলাকায় আনা হচ্ছে; শুভাশিস অধিকারীকে। পর্ণশ্রী থানার ওসি মনোজ কুমারকে; স্পেশ্যাল ব্রাঞ্চে আনা হচ্ছে।
এন্টালি থানায় আসছেন; কড়েয়া থানার ওসি আবদুল্লা সানা। পর্ণশ্রী থানার ওসি মনোজ কুমার; যাচ্ছেন স্পেশ্যাল ব্রাঞ্চে। আর ওই থানার অ্যাডিশনাল ওসি মহুয়া বিশ্বাসকে; বদলি করা হচ্ছে বালিগঞ্জে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে পাঠানো হচ্ছে; জোড়াসাঁকো থানার ওসি মুকুলরঞ্জন ঘোষ ও আনন্দপুর থানার ওসি দেবলকুমার দাসকে। নবান্ন সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই; বেশ কিছু জেলার এসপি বদলি করা হতে পারে। বদলি হতে পারেন জেলাশাসকরাও।