স্কুল বন্ধ, অনলাইনে পড়াশোনা করছে পড়ুয়ারা; আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দিয়েছেন; ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে। আর মমতার দেওয়া সেই ট্যাবের টাকায়; ডিজে বাজিয়ে ফুর্তি ছাত্রদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের; ট্যাব কেনার জন্য টাকা দিয়েছেন। সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই; আনন্দে মেতে উঠল ছাত্ররা। টাকা খরচা করে; ডিজে ভাড়া করে তা বাজিয়ে; নাচতে নাচতে এলাকা ঘুরে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিল তারা। শুক্রবার সন্ধ্যায় এমনই ছবি দেখা গিয়েছে; উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের প্রত্যন্ত এলাকা রামগঞ্জে।
রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা; টাকা পাওয়ার আনন্দে আওয়াজ তুলেছে; “রাজ্যে দিদি আরও একবার”। করোনা অতিমারিতে জারি হওয়া লকডাউন থেকেই; বন্ধ রয়েছে রাজ্যের স্কুল-কলেজ। অনলাইনেই চলছে পড়াশোনা। যার জেরে স্মার্টফোন বা ট্যাব না থাকায়; প্রত্যন্ত এলাকার অনেক পড়ুয়াকে এই সময় পড়াশোনা চালাতে গিয়ে; বেশ অসুবিধায় পড়তে হয়েছে। রাজ্যের বড় অংশের পড়ুয়াদের; অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব কেনার সামর্থ নেই। সেই পড়ুয়াদের সমস্যার কথা চিন্তা করে; মুখ্যমন্ত্রী ট্যাব কেনার জন্য সরকারি অর্থ সাহায্যের ঘোষণা করেন।
আরও পড়ুনঃ দেশের চারটি রাজধানী ও চারটি সংসদের দাবি তুললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা
আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি; যাতে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে নিতে পারে; সে জন্য রাজ্যের সমস্ত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে; ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর ব্যাঙ্কে টাকা ঢুকতেই; সলামপুর ব্লকের রামগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারা; শুক্রবার সন্ধ্যায় ডিজে বাজিয়ে এলাকা ঘুরেছে। মমতার হয়ে স্লোগান ও দিয়েছে তারা।
আনন্দে মাতোয়ারা রামগঞ্জ হাইস্কুলের পড়ুয়ারা বলেছে; গ্রামগঞ্জের পড়ুয়াদের ট্যাব কেনার ক্ষমতা ছিল না। মানবিক মুখ্যমন্ত্রী তাদের ট্যাব কেনার টাকা দিয়ে; দারুণ উপকার করেছেন। তাই তাদের এত আনন্দ। ট্যাব কেনার জন্য ১০ হাজার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই; আনন্দ উল্লাসে মেতে উঠল পড়ুয়ারা। রীতিমতো ডিজে বাজিয়ে মিছিল করে; উল্লাসে মাতোয়ারা ছাত্ররা। ঘটনায় চমকে গেছে গোটা রাজ্য।