কিভাবে বাঁচবে দেশের অর্থনীতি; মোদীকে গাইড করলেন মনমোহন। করোনা অতিমারি থাবা বসিয়েছে; ভারতীয় অর্থনীতিতে। করোনার মারে একপ্রকার কোমর ভেঙে গিয়েছে; দেশের অর্থনীতির। মোদী সরকার দু-দফায় ২০ লক্ষ কোটি টাকার; আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন; তবে বাস্তবের মাটিতে তা কতটা সফল হবে; তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশের অর্থনৈতিক মহল। এই পরিস্থিতিতে অর্থনীতির হাল ফেরাতে; মোদীকে পরামর্শ দিল; প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।
আরও পড়ুনঃ আত্মনির্ভর ভারতে আত্মনির্ভর ভারতীয় সেনা, বড় ঘোষণা মোদী সরকারের
বিজেপি সরকারকে তিনটি পরামর্শ দিলেন; প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যার মূলে রয়েছে, খোলাবাজারে আরও বেশি বেশি; নগদের জোগান রাখতে হবে। তাঁর তিন পরামর্শের প্রথমটিতে; মনমোহন বলেছেন; সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে; সরাসরি প্রচুর পরিমাণ নগদ দিয়ে, সহযোগিতা করতে হবে। দুই; বাজারে মূলধন বাড়ানোর; সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে সরকারকে। বাড়াতে হবে ব্যবসায়ীদের অর্থের জোগান। তিন, কোনও সংস্থার নিজস্ব কোনও পদক্ষেপে; সরকারের হস্তক্ষেপ করা চলবে না।
আরও পড়ুনঃ কথা রাখলেন মোদী, ৮.৫ কোটি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গেল ১৭,১০০ কোটি

অর্থাৎ সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রকেই; প্রাতিষ্ঠানিক স্বায়ত্বশাসন দিতে হবে। এখন প্রশ্ন হল, এই পদক্ষেপগুলির করার জন্য; যে প্রচুর অর্থ প্রয়োজন; তাই তো নেই সরকারের কোষাগারে। তাহলে সেই অর্থ আসবে কোত্থেকে? করোনা আবহে সরকারি কোষাগার তো শূন্য হতে বসেছে; সেক্ষেত্রে, অন্য কোনও বিকল্প না থাকলে; টাকা ছাপানো যেতে পারে; জানান প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে সেটি হতে পারে’ একমাত্র যদি কোনও রাস্তা খুঁজে না পাওয়া যায়। তবে, কেন্দ্রের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে; এই নিয়ে এখনও কোন মন্তব্য করা হয়নি।