কেন্দ্রীয় সরকারী কর্মীদের বিপুল বোনাস; দিল মোদী সরকার। তার জন্য বরাদ্দ হল প্রায় ৩,৭৩৭ কোটি টাকা। খুশি ফুটল কেন্দ্রীয় সরকারী কর্মীদের মুখে। উৎসবের জন্য বিপুল বোনাস; বড় ঘোষণা মোদী সরকারের। উৎসবের মরশুমে বোনাসের দাবিতে; ক্রমশ চাপ বাড়ছিল কেন্দ্রের উপর। বৃহস্পতিবার দেশজুড়ে দু’ঘণ্টার ধর্মঘটেরও; ডাক দিয়েছে রেলকর্মীদের একটি সংগঠন। অন্যান্য অংশের কর্মচারীদের মধ্যেও; ক্ষোভের মাত্রা বাড়ছিল। তারই মধ্যে পঞ্চমীতে সরকারি কর্মচারীদের জন্য; ৩,৭৩৭ কোটি টাকার বোনাসে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে; কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান; “২০১৯-২০ অর্থবর্ষের জন্য; প্রোডাক্টিভিটি এবং নন-প্রোডাক্টিভিটি বোনাসে; অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য খরচ পড়বে; ৩,৭৩৭ কোটি টাকা ৷ এর ফলে উপকৃত হবেন; দেশের ৩০ লাখের বেশি নন-গেজেটেড সরকারি কর্মচারী”। সরকারের আশা এর ফলে বাজারে; চাহিদা বৃদ্ধি পাবে ৷ নগদ হাতে আসলে; উৎসবের মরশুমে কেনাকাটা বাড়বে।
আরও পড়ুনঃ পুজো উদ্যোক্তাদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, বাংলার দুর্গা পুজো এবার দর্শকশুন্যই
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দশমীর আগেই; সরাসরি সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে; সেই বোনাসের টাকা পৌঁছে যাবে। অর্থাৎ আগামী সোমবারের মধ্যেই; উৎসবের মরশুমে বোনাস পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। বোনাসের দাবি তুলে কয়েকদিন ধরেই; সরব সরকারি কর্মচারীরা ৷ ক্রমশ ক্ষোভের মাত্রা বাড়ছিল। দেওয়া হয়েছে ধর্মঘটের ডাক। তার আগেই মোদি সরকারের; এই বড় ঘোষণা ৷
বোনাসের এই ঘোষণার ফলে, উপকৃত হবেন এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড; ভারতীয় ডাক সহ সরকারের বিভিন্ন দফতর; ও প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কর্মচারীরা। কেন্দ্রের বোনাস অনুমোদনের ফলে; রেল, ভারতীয ডাক, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও); এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের (ইএসআইসি) মত; বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ লাখ নন-গেজেটেড কর্মী; ‘প্রোডাক্টিভিটি’ বোনাস পাবেন। ‘নন-প্রোডাক্টিভিটি’ বোনাস পাবেন; বাকি ১৩ লাখের মতো কেন্দ্রীয় সরকারি কর্মী।