ভারতে করোনার তাণ্ডব কবে শেষ; জানিয়ে দিল মোদী সরকার নিযুক্ত কমিটি। “দেশ করোনার শিখর ছুঁয়ে ফেলেছে; করোনা অতিমারী ফেব্রুয়ারিতেই শেষ”; সাফ জানাল মোদী সরকার নিযুক্ত সরকারি কমিটি। “আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। মাত্র ৪ টি মাস। আরেকটু ধৈর্য ধরতে হবে। আর কিছুদিন বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তা হলেই আমরা সবাই একসঙ্গে; এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারব। এমনই জানিয়ে দিল; কেন্দ্র সরকার নিযুক্ত প্যানেল। ভারতের কয়েকটি আইআইটি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর; সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল সেই সরকারি কমিটি।
দেশের মানুষকে আশ্বস্ত করল; সরকার নিযুক্ত এই কমিটি। এবার সেই কমিটি জানিয়ে দিল; দেশ করোনার শিখর ছুঁয়ে ফেলেছে। আগামী বছরের শুরুর দিকেই; এদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। দেশবাসীর মনে প্রশ্ন ছিল; করোনা সংক্রমণের কি শেষ হবে না? রোজই তো পাল্লা দিয়ে বাড়ছে; কোভিড আক্রান্তের সংখ্যা। তা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কবে? সব প্রশ্নের উত্তর দিল; কেন্দ্র নিযুক্ত কমিটি।
আরও পড়ুনঃ পাকিস্তানের মঞ্চে দাঁড়িয়েও, ভারতের বদনাম করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর
সেই কমিটি জানিয়েছে; ফেব্রুয়ারি নাগাদ অতিমারী শেষ হয়ে যাবে। সেই কমিটির সদস্যরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি মাসে দেশে; মোট এক কোটি পাঁচ লাখ মানুষ; করোনা আক্রান্ত হবেন। এখন সংখ্যাটা ৭৫ লাখ। তবে ফেব্রুয়ারিতে নতুন করে; করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে; সংক্রমণের হার নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এখন থেকে সাবধানতা; অবলম্বন করতে হবে। না হলে বিপদ কাটবে না।