ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করে; পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল নেপাল। যার জবাব দেবে দিল্লি। চিনের মদতে ফের ভারত বিরোধীয়; নামল নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা; ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে সেই আগেই; সংসদে অনুমোদন করিয়েছেন। এবার সেই মানচিত্রকে সে দেশের স্কুলের পাঠ্যবইতেও; অন্তর্ভুক্ত করল নেপাল সরকার। সূত্রের খবর, সে দেশের নতুন মুদ্রাতেও; খোদাই করা থাকবে নয়া ম্যাপ। ওলি পুরোটাই করেছেন; নিজের গদি বাঁচানোর জন্য। ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে; বিতর্কিত মানচিত্র তৈরি করান ওলি। ভারতের কালাপানি, লিপুলেখ, লিম্পুয়াধুরা সহ অংশটি; সংসদে পাশও করিয়ে নেন।
আরও পড়ুনঃ ঘুম উড়ল পাকিস্তানের, গিলগিট বালটিস্তানের মানুষ চাইল ভারতের অংশ হতে
তখন ভারত সরকার, ওলির এই পদক্ষেপ নিয়ে মাথা না ঘামালেও; এবার সব সীমা অতিক্রম করেছেন তিনি। সেই বতর্কিত মানচিত্রই এবার অন্তর্ভুক্ত করা হল; নেপালের স্কুল পাঠ্যবইয়ে। উত্তরাখণ্ডের পিথোরগড় জেলাকে, নিজেদের বলে দাবি করে; ওই জেলাকে পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে। নেপালের শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন; “নেপালের পাঠ্যবইয়ে কালাপানি সহ; বিতর্কিত এলাকাগুলি সংযোজিত হয়েছে”।
আরও পড়ুনঃ বাংলাদেশ ও পাকিস্তানে পেঁয়াজ রফতানি বন্ধ করল মোদী সরকার, পশ্চিমবঙ্গে একধাক্কায় কমল দাম
তিনি নিজেই ভূমিকা লিখেছেন। প্রসঙ্গত, বইতে ১,৪৭,৬৪১.২৮ বর্গ কিলোমিটার; নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয়েছে। তারমধ্যে কালাপানি এলাকা ধরা হয়েছে; ৪৬০ বর্গ কিলোমিটার। সূত্রের খবর, এবার নতুন ১ টাকা ও ২ টাকার কয়েনও; তৈরি করা হচ্ছে। তাতে খোদাই করা হচ্ছে নয়া মানচিত্র। এই কয়েন দশেরার দিন; বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে অলি সরকারের। এবার নয়াদিল্লি কী পদক্ষেপ করে তারই অপেক্ষা।