পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও

582
পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও/The News বাংলা
পাকিস্তানের বোমাতেও ভেজাল, ভারত সীমান্তে ফাটেনি একটাও/The News বাংলা

পাক বায়ুসেনার ফেলে যাওয়া বোমা ফাটলই না সীমান্তে। ভারতীয় সেনাবাহিনীর বালাকোট অভিযানের পরেরদিন, অর্থাৎ গত ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার মিরাজ-৩ ও এফ ১৬ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখার কাছে মেন্ধার এলাকায় ওই বোমাগুলি ফেলেছিল বলে সেনা সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

কিন্তু পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই বোমাগুলি ফাটেইনি বলে জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকে।

আরও পড়ুনঃ ইচ্ছেমত ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্তৃপক্ষ

পাক যুদ্ধবিমান থেকে ফেলা ওই তিন-চারটি বোমা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কি কারণে ওই বোমাগুলি ফাটেনি সেটাও দেখা হবে নিষ্ক্রিয় করার সময়। তবে ধারণা করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের জিনিস ব্যবহার করে বানানোর জন্য ওই বোমাগুলি ফাটেনি।

আরও পড়ুনঃ পুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত

এর আগে ভারতীয় সেনার উপরে নজরদারি করতে এসে গুজরাট ও রাজস্থান সীমান্তে গুলি খায় পাকিস্তানি ড্রোন। ২৬ ফেব্রুয়ারি সকালে গুজরাটের কচ্ছ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নজরে আসার সাথে সাথেই তারা গুলি করে পাক ড্রোন নামিয়ে ফেলে। কখনো ড্রোন কখনো বোমা, প্রতিবারই ভারতের কাছে নাজেহাল পাক প্রতিরক্ষা।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

এবার পাক যুদ্ধবিমান থেকে ফেলা না ফাটা বোমাগুলি ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার দক্ষ সেনারা একযোগে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

পাক বোমা ফাটাতে হচ্ছে সেই ভারতের সেনাকেই। দু নম্বরি মাল ব্যবহার করা হয়েছে এই বোমাগুলিতে, প্রাথমিক ভাবে এটাই বোঝা যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এই বোমা নিয়ে ভারতের সঙ্গে লড়তে এসেছে পাকিস্তান, উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন