পাকিস্তানে বিমান দুর্ঘটনায় সহানুভূতি পোস্ট; অথচ বাংলার আমফান দুর্গতি নিয়ে উদাসিন সাইনা নেহওয়াল। আর এরপরেই নিজের ফ্যানদের কাছেই; তুলধোনা হন সাইনা। বাংলার মানুষের মৃত্যু নিয়ে; সাইনা নেহওয়ালকে লিখতে পরামর্শ দিয়েছেন অনেকেই। অনেকেই বলেছেন হিপোক্রেসি। পাকিস্তানের বিমান দুর্ঘটনা নিয়ে; পোস্ট দিয়ে সহানুভূতি; অথচ বাংলা বা ওড়িশার দুর্গতি নিয়ে একটা শব্দও নেই। বাংলাতেও আমফানের দাপটে প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে; কিন্তু কোন পোস্ট নেই এই ব্যাডমিন্টন তারকার।
ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১০৭ যাত্রী নিয়ে জনবহুল এলাকায় ভেঙে পড়ল বিমান

শুক্রবারই, পাকিস্তানে ১০৭ যাত্রী নিয়ে বিমানবন্দরের কাছেই; জনবহুল এলাকায় ভেঙে পরে একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের; একটি বিমান শুক্রবার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই; ভেঙে পড়ে। বিমানে ক্রিউ ও যাত্রী-সহ মোট ১০৭ জন ছিলেন; বলে জানা গেছে। কারোর বাঁচার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। এরপরেই এই পোস্ট দেন ভারতের ব্যাডমিন্টন তারকা; সাইনা নেহওয়াল।
দরাজ প্রধানমন্ত্রী মোদী, ১ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ
তবে তাঁর কোন পোস্ট নেই; বাংলা বা ওড়িশার আমফান দুর্গতি ও মানুষের মৃত্যু নিয়ে। বাংলাতেও প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে; তবে সেই নিয়ে কোন পোস্ট নেই; সাইনা নেহওয়াল এর। এরপর পাকিস্তানের মানুষদের সহানুভূতি জানিয়ে যে পোস্ট দেন; তার নিচেই তাঁকে যাতা বলেন সাধারণ মানুষ। ফ্যানদের সমালোচনা ব্যাডমিন্টন তারকা; সাইনা নেহওয়াল এর উদ্দ্যেশ্যে।