নিরাপদ নয় কলকাতাও ; করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থাইল্যান্ড ফেরত দম্পতি।
করোনা আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ার নাম নিচ্ছে না। বেলেঘাটা আইডিতে তিনজনের দেহের নমুনার রিপোর্ট নেগেটিভ এলেও; আরেকজন ভাইরাসের ভয়ের আইসোলেশনে ভর্তি হয়েছে। থাইল্যান্ড থেকে এক দম্পতি কলকাতায় ফিরে করোনা আতঙ্কে ভর্তি হয়েছে; কলকাতায়। করোনার মৃত্যুপুরি চীনে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা; যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৮ জন। আক্রান্ত ২৪০০০-রও বেশি। কলকাতাও যে নিরাপদ নেই; একে একে আইসোলেশনে ভর্তির খবর তা প্রমাণ করেছে। আতঙ্ক ঠেকা দিচ্ছে না।
চীনা নাগরিকদের ভারতে আসার ভিসা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। কেরালায় তিনজনের শরীরে করোনার জীবানু মিলেছে। দিল্লির রাম মনোহর হাসপাতালে ইতিমধ্যেই করোনার উপসর্গ নিয়ে; ছয় জন রোগী ভর্তি হয়েছেন। চিন আমেরিকার ঘাড়ে দোষ চাপিয়েছে। আমেরিকা নাগরিকদের উদ্ধারে চীনে বিমান পাঠেয়েছে। ভারত সরকার দেশে থেকে যেন কেউ এই মূহুর্তে; চিনে না যায় তাই নির্দেশিকা জারি করেছে।
ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে; সতর্কতা জারি করেছে। ভারতে করোনায় আক্রান্ত দু জনের খোঁজ পাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে; করোনাচ্ছন্ন চীনে আটকে পড়া ৬০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। করোনার সংক্রমণ আটকাতে সতর্ক থাকতে বলা হচ্ছে। করোনা ভাইরাসের সিম্পটম গুলি সম্পর্কে সচেতন থাকতে হবে। সর্দি; কাশি; জ্বর বা নিঃশ্বাসের সামান্য সমস্যা থাকলেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সমস্যা সামান্য ভেবে ফেলে রাখবেন না।
দিনে বেশ কয়েকবার হাত ধোয়ার অভ্যাস করা উচিত। শুধু জল দিয়ে হাত ধুলে চলবে না; সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। যদি সর্দি, জ্বর বা নিঃশ্বাসের সমস্যার পুরানো অভ্যাস থেকে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়া দরকার।হোমিওপ্যাথি ওষুধে কাত হবে করোনা, বলছে আয়ূষ মন্ত্রক।