বড় সিদ্ধান্ত নিতে চলেছে; কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রাখা হচ্ছে; নেতাজী মেমোরিয়াল। মোদী সরকারের ‘মাস্টারস্ট্রোক’; বাংলা ভোটের ঠিক আগে। সম্ভবত কলকাতায় এসে এমন ঘোষণা করতে পারেন; স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রাখা হোক; নেতাজী মেমোরিয়াল। রাখা হোক আজাদ হিন্দ ফৌজের নামে। কেন্দ্রের তৈরি নেতাজী জন্মজয়ন্তী কমিটি; কেন্দ্র সরকারকে এমন প্রস্তাব দিয়েছে বলেই জানা গেছে। আর এই প্রস্তাব বেশ গুরুত্ব দিয়েই; খতিয়ে দেখছে কেন্দ্রের মোদী সরকার। সব ঠিকঠাক হলে, আগামী ২৩ শে জানুয়ারি; কলকাতায় এই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী নিজেই।
১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দ এর জন্মদিনের পর; ২৩ জানুয়ারি নেতাজী সুভাষের জন্মদিন। স্বামী বিবেকানন্দের পর সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে, সামনে রেখে; ফের সরগরম হতে চলেছে ভোটের বাংলা। ইতিমধ্যেই, হাওড়া দিল্লি কালকা মেলকে; নেতাজীর নামে করেছে; কেন্দ্রীয় সরকার। এবার কি রানী ভিক্টোরিয়ার নামে রাখা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রাখা হচ্ছে; নেতাজী ও আজাদ হিন্দ মেমোরিয়াল?
আরও পড়ুনঃ ভোটের মুখে আমফান দুর্নীতি মামলায় ধাক্কা খেল রাজ্য, ক্যাগকে দিয়ে তদন্তের রায়ই বহাল হাইকোর্টে
নেতাজী কমিটি সরকারকে এই প্রস্তাব দেওয়ার পরে; জরুরী ভিত্তিতে তা ভাবছে কেন্দ্র সরকার। “রানী ভিক্টোরিয়ার স্মৃতি ছড়িয়ে আছে; এটা খুব একটা ভালো হবে না”; মত নেতাজী গবেষক পুরবী রায়ের।
কেন্দ্রের নতুন ঘোষণায় নেতাজীকে নিয়ে; আবার রাজনীতির দড়ি টানাটানি শুরু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়; এবার থেকে নেতাজীর জন্মদিন পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হবে। যদিও বামেরা চান, ওই দিনটি দেশপ্রেম দিবস; হিসাবে পালন করা হোক। তৃণমূল নেত্রী মমতা চান; ওইদিন জাতীয় ছুটি ঘোষণা করা হোক; ও দেশপ্রেমিক দিবস হিসাবে পালন করা হোক।
আরও পড়ুনঃ “তৃণমূলের গায়ক বিধায়ক সঙ্গীতমেলায় গায়ক-গায়িকাদের কাছ থেকেও কাটমানি নেন”
আগামী ২৩ জানুয়ারি, নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে; কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে; আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজী শীর্ষক; একটি আলোচনাসভায় পৌরহিত্যও করবেন। অন্যদিকে, শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে ময়দানে, নেতাজী মূর্তি পাদদেশ পর্যন্ত; পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা।