প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম ১০ এ ১৩৭ জন

548
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম ১০ এ ১৩৭/The News বাংলা
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, প্রথম ১০ এ ১৩৭/The News বাংলা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এই প্রথমবার; প্রথম ১০ জনে মোট ১৩৭ জন ছাত্র ছাত্রী রয়েছে। রাজ্যে পড়াশোনার মান বাড়ছে; তাই সমমেধার ছাত্র ছাত্রী বাড়ছে; বলেই জানান হয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে। এবার পাশের হার; ৮৬.২৯ শতাংশ। ছেলেদের পাশের হার; ৮৭.৪৪ ও মেয়েদের পাশের হার; ৮৫.৩০।

এবারে ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে দুজন। প্রথম হয়েছে; বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল; পেয়েছে ৪৯৮। ৯৯.৬০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সে। যুগ্ম প্রথম; রাজর্ষি বর্মণ। কোচবিহার জেনকিন্স স্কুলের; সেও পেয়েছে ৪৯৮।

৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছে ৬ জন। দ্বিতীয় কোচবিহার জেনকিন্স স্কুলের অনাতাপ মিত্র; সে পেয়েছে ৪৯৬। দ্বিতীয় হয়েছে, সংযুক্তা বোস; বিধাননগর হাই স্কুল। ঋতম নাথ; কৃষ্ণনগর কলজিয়েট স্কুল। মহম্মদ মাসুম আখতার; সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির স্কুল। তন্ময় মাইকাপ; বাজকুল বলাইচাঁদ স্কুলের ছাত্র। স্বর্ণদ্বীপ সাহা; দিনহাটা হাইস্কুল। প্রত্যেকেই পেয়েছে ৪৯৬ নম্বর।

৪৯৪ পেয়ে তৃতীয় হয়েছে ৪ জন ছাত্র ছাত্রী। মাহেশ শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের সুপ্রিয় শীল, গোবরডাঙ্গা হাটুরা হাইস্কুলের মৃন্ময় মণ্ডল, নবগ্রাম হুগলীর বর্ণালী ঘোষ ও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের সুপ্রিয় চক্রবর্তী।

৪৯২ পেয়ে চতুর্থ হয়েছে; শ্রেয়সী সরকার, কমল দাস, সুমন জানা, রাকেশ দে, মহাকাশ মণ্ডল।

৪৯১ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে; অভিজিৎ সাউ; রত্নদ্বীপ সেন; শীর্ষেন্দু ঘোষ; প্রত্যয় দে; সৌরভ কাবারি; তীর্থরাজ বেহরা; পুস্পেন্দু খান; সূর্যতপা বসু; সাগর সরকার; সত্যকাম কর; বীরেশ্বর ঘোষ; সহিতাগ্নি চক্রবর্তী; অনির্বাণ খাড়া; অর্ক দাস।

৪৯০ পেয়ে ষষ্ঠ হয়েছে; পল্লব ঘোষ; কিরণ মণ্ডল; মোজাম্মেল হক; স্বর্ণজিৎ পোদ্দার; অর্পণ দাস; তিতলি মুখোপাধ্যায়; সপ্তর্ষি রায়; সৌম্য সামন্ত; ধ্রুব মিত্র; স্নিগ্ধা বর্মণ; অত্রি বিশ্বাস; শঙ্খদীপ বেরা; স্বর্ণেন্দু পাল; অর্ধেন্দু ঘোষ; ময়ূখ মালি দাস; সায়ন বন্দ্যোপাধ্যায়।

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbchse.nic.in থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং www.examresults.net ওয়েবসাইট থেকেও। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে; WB <রোল নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন