ফের চিকিৎসা না পেয়ে করোনায় মৃত্যু যুবকের; কাঠগড়ায় শহরের অন্যতম সরকারি কোভিড হাসপাতাল। ইছাপুরের শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের পর; এবার হাসপাতালের গাফিলতিতে করোনার বলি; জয়নগরের যুবক। শুভ্রজিতের মাকে ছেলেকে হাসপাতালে ভর্তি করতে আত্মহত্যার হুমকি দিতে হয়েছিল; তবুও শেষ রক্ষা হয়নি। এবার ফের করোনা রোগী চিকিৎসায় গাফিলতির অভিযোগে; কাঠগড়ায় শহরের অন্যতম সরকারি কোভিড হাসপাতাল।
আরও পড়ুনঃ চার বছরের ছেলে হারাল মা-কে, সামনে থেকে লড়াই করে, বাংলার করোনা শহিদ দেবদত্তা রায়
জানা গিয়েছে, জুন মাস থেকেই অসুস্থ হয়ে পড়ে; অশোক নামে বছর ২৬-এর ওই যুবক। জ্বরের সঙ্গে ছিল; শ্বাসকষ্টও। বারাসাতের একটি হাসপাতালে; তার টাইফয়য়েডের চিকিৎসা শুরু হয়। রবিবার রাতে শ্বাসকষ্ট বাড়তে শুরু হলে; সে কোভিড পজিটিভ বলে জানায় চিকিৎসকরা। সোমবার অশোক নামের ওই যুবককে নিয়ে আসা হয়; এসএসকেএম-এর জরুরি বিভাগে।
রোগীর পরিবারকে বলা হয়; এসএসকেএম-এর ফিভার ক্লিনিকের আউটডোর চলছে; শম্ভুনাথ মেডিক্যাল কলেজে চলছে। শম্ভুনাথ মেডিক্যাল কলেজে আনা হলে; তাকে দ্রুত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দক্ষিণ বারাসাত থেকেএসএসকেএম-এ আনার সময়; অ্যাম্বুল্যান্সে কোনওরকম অক্সিজেন দেওয়া হয়নি অশোককে।
আরও পড়ুনঃ এগিয়ে বাংলায় বিধায়ক-কেও খুন করে ঝুলিয়ে দেওয়া যায়, সাধারণ মানুষের হাল কি
এমনকি এসএসকেএম-এও; কোনওরকম অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। মেডিক্যাল কলেজে ভর্তির আগেই; মৃত্যু হয় অশোকের। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘোরানোর জন্যই; বাঁচানো গেল না তাদের সন্তানকে; অভিযোগ অশোকের পরিবারের। সন্তানকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেও; বিফল অশোকের মা বাবা; এমনকি সন্তানের মৃত্যুর পর দেহও তাদেরকে দেওয়া হয়নি। হাসপাতাল জানিয়ে দেয় করোনার উপসর্গ থাকায়; রোগীর দেহ পরিবারকে দেওয়া যাবে না।
মুখ্যমন্ত্রী বারে বারে নির্দেশ দিয়েছিলেন; প্রাথমিক চিকিৎসা না দিয়ে কোনও রোগীকে ফেরানো যাবে না; তারপরেও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে রাজ্যের সরকারি হাসপাতাগুলির বিরুদ্ধে। চিকিৎসা না পেয়ে আরেক সন্তানকে; আজ মায়ের কোল খালি করে চলে যেতে হল। হাসপাতালের বিরুদ্ধে কি কোনও কড়া পদক্ষেপ নেবে সরকার; উঠছে প্রশ্ন।