ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

480
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা

The News বাংলা, শিলিগুড়িঃ বৈধ ভিসা না নিয়ে ভারতের মাটিতে প্রবেশের দায়ে গ্রেফতার এক মার্কিন নাগরিক। সেই সঙ্গে তাকে মদত দেওয়ার অভিযোগে আটক অন্য এক ভারতীয় নাগরিক। কয়েকদিন আগেই অবৈধ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েন এক রাশিয়ান নাগরিক।

আরও পড়ুনঃ নেপাল হয়ে ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক

জানা গিয়েছে, শুক্রবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে চেকিংয়ের সময় এক মার্কিন নাগরিক ও এক ভারতীয় নাগরিককে পানিটাঙ্কিতে আটক করে স্বশস্ত্র সীমাবলের জাওয়ানরা। ধৃত আমেরিকান নাগরিকের নাম রানা স্যামসন (২৫), তিনি আমেরিকার সাউথ ডাকোটা রাজ্যের সিউক্স ফলস সিটির নাগরিক। অন্যজন দার্জিলিং জেলার সুকনা এলাকার বাসিন্দা কিরণ লামা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

এরপর তাদের কাছে বৈধ কাগজপত্র ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। কিন্তু তারা ভারতে প্রবেশ করার বৈধ কোন কাগজপত্র বা সঠিক মেয়াদের ভিসার অনুমতি দেখাতে পারে নি। এরপরই তাদের দুজনকে আটক করে এসএসবি। তাদের মধ্যে কিরণ লামার কাছ থেকে পাওয়া যায় ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং অপরজন রানা স্যামসাং-এর কাছ থেকে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আরও একটা নথি।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

কিন্তু তার কাছে ভারতে প্রবেশ করার কোনোরকম ভিসা ছিল না। এরজন্য তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের মাটিতে প্রবেশে মদত দেওয়ায় কিরণ লামাকেও গ্রেপ্তার করা হয়। এরপর তাদের তুলে দেওয়া খড়িবাড়ি পুলিশের হাতে। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা
ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক/The News বাংলা

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

কয়েকদিন আগেই ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে মেয়াদ উত্তির্ন ভিসা সহ আটক হয় এক রাশিয়ান নাগরিক। কি কারণে রাশিয়ান নাগরিক অন্যায় ভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তা নিয়েও তদন্ত হয়েছে। রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে প্রবেশের পরই ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে প্রথমে তাকে আটক করে এসএসবি। পরে তাকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয় এসএমবি। রাশিয়ান ওই ব্যক্তির নাম স্যারগে ডেমিন এলিয়াস রেগজিন(৪৬)। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক/The News বাংলা
ভারতে ঢোকার পথে গ্রেফতার রাশিয়ান নাগরিক/The News বাংলা

রাশিয়ানের পর আমেরিকান। কেন এইভাবে একের পর এক বিদেশি নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে সেটাই ভাবছে পুলিশ ও গোয়েন্দারা। রানা স্যামসাং কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও গোয়েন্দারা। কেন অবৈধ ভাবে সে ভারতে প্রবেশ করল সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। প্রথমে রাশিয়ান ও পরে এক আমেরিকান, ব্যপারটা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন