দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

812
দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট/The News বাংলা
দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট/The News বাংলা

আবার ভোট দার্জিলিংয়ে। শুক্রবার এই ঘোষণা করল নির্বাচন কমিশন। না, কোনও পুনর্নির্বাচন নয়। দার্জিলিংয়ে বিধানসভা উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। সদ্যসমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে আসা দার্জিলিংয়ের বিধায়ক অমর সিং রাই। আর সেই কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি প্রার্থী বিনয় তামাং।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের সচিব জয়দেব লাহিড়ি জানিয়েছেন, ১৯ মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ মে লোকসভা ভোটের গণনার সঙ্গেই এই ভোটের গণনা হবে।

আরও পড়ুনঃ বিজেপি নেত্রী লকেটের বাড়ি ভাংচুর, বিজেপি তৃণমূল তরজা

দার্জিলিং এর বিধায়ক অমর সিং রাই গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন। নিয়ম মেনে তাঁকে বিধায়ক পদ থেকে আগে ইস্তফা দিতে হয়েছে। ফলে দার্জিলিং বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে। লোকসভা ভোট চলাকালিনই এই বিধানসভা উপনির্বাচন সেড়ে নিতে চায় নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

শুক্রবার কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাত্ ১৯ মে উপনির্বাচন হবে দার্জিলিংয়ে। লোকসভা ভোটের ফলের সঙ্গেই একইসঙ্গে ২৩ মে উপনির্বাচনেরও ফল ঘোষণা হবে। কমিশন আরও জানিয়েছে, দার্জিলিং ছাড়াও আরও ৫ জায়গায় উপনির্বাচন হবে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

আগামী ৬ মে, পঞ্চম দফা লোকসভা ভোটের দিন উলুবেড়িয়া-পূর্ব বিধানসভা আসনেও উপনির্বাচন। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়ে পড়ে। ফলে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ এপ্রিল। উপনির্বাচনের ফল ঘোষণা লোকসভা ভোটের সঙ্গেই আগামী ২৩ মে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে সত্যজিত রায়ের গুপি বাঘার শরণাপন্ন হল নির্বাচন কমিশন

দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি প্রার্থী বিনয় তামাং। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচারে পাহাড়ে বারবার বলে আসছেন, লোকসভা আসনে তৃণমূলের প্রার্থীকে জেতান। বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চাকে বিধানসভায় সমর্থন করবে তৃণমূল। বিমল গুরুংকে ছুটি করে, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং-কেই জিটিএ প্রধান বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দার্জিলিং লোকসভা আসনটিকে পাখির চোখ করে দার্জিলিংয়ে বিধানসভা আসনটি গোর্খা জনমুক্তি মোর্চাকে ছেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তবে দার্জিলিংয়ে বিধানসভাতেও তৃণমূলের প্রধান প্রতিপক্ষ সেই বিজেপিই। লুকিয়ে থাকা বিমল গুরুং ও তার অবশিষ্ট গোর্খা জনমুক্তি মোর্চা এখানেও বিজেপিকেই সমর্থন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি
আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন