নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

762
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

The News বাংলা, দিল্লি: ২২ পয়সা কমে রবিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৬৯.০৪ টাকা। ডিজেলের দাম ২৩ পয়সা কমে দিল্লিতে দাম দাঁড়িয়েছে ৬৩.০৯ টাকা। লোকসভা ভোটের আগেই পেট্রোল ডিজেলের দাম আরও কমতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ২০১৮-২০১৯ আর্থিক বছরে এটাই তেলের সবচেয়ে কম দাম।

আরও পড়ুনঃ বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

২০১৮-২০১৯ এ রবিবারই সবচেয়ে কম দাম পেট্রোল ডিজেলের। এবছরের মার্চ এপ্রিলের পর থেকে এখন তেলের দাম সবচেয়ে কম। কলকাতায় রবিবার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭১.১৫ টাকা। মুম্বাইয়ে ৭৪.৬৭ টাকা। চেন্নাইয়ে ৭১.৬২ টাকা। দিল্লিতে ২০১৮ তেই প্রথমবার ৭০ এর নিচে এল পেট্রোলের দাম। পেট্রোলের দাম নতুন বছরে আরও কমবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও

ডিজেলের ক্ষেত্রে কলকাতায় দাম ৬৪.৮৪ টাকা। দিল্লিতে ৬৩.০৯ টাকা। মুম্বাইয়ে ৬৬.০১ টাকা ও চেন্নাইয়ে ৬৬.৫৯ টাকা। ডিজেলের দামও নতুন বছরে আরও কমবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

আরও পড়ুনঃ ১৫ জনের মৃত্যুর বিনিময়ে বাংলাদেশ ভোট শেষ হয়ে চলছে গণনা

পেট্রোল ও ডিজেলের দাম নতুন বছরে বা লোকসভা ভোটের আগে আরও বেশ খানিকটা কমবে বলেই জানিয়েছে তেল কোম্পানীর আধিকারিকরা। সেটাই আরও আশার কথা সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে ভারতের দীর্ঘতম দোতলা সেতু

বিগত দুই মাস ধরে কমেই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। আর সেই দামই এবার নতুন বছরে বেশ কিছুটা স্বস্তি দিতে চলেছে দেশবাসীকে। বিশেষজ্ঞদের মতে নতুন বছরে প্রথম দুমাসে প্রায় ৫-৬ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এর ফলে এই রাজ্যে পেট্রোল ৬৪-৬৫ টাকা এবং ডিজেল ৫৯-৬০ টাকা হতে পারে।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

এই দাম কমার পেছনে বিশেষজ্ঞরা দুটো কারণ বলছেন। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমা এবং ডলারের তুলনায় টাকার দাম বৃদ্ধি হওয়া। আর এই ট্রেন্ড নতুন বছরেও একই ভাবে জারি থাকবে বলে দাবী বিশেষজ্ঞদের।

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

অক্টোবর ১৮র পর থেকেই তেলের দাম কমেছে। শেষ আড়াই মাসে পেট্রোলের দাম কমেছে প্রায় ১৩.৭৯ টাকা ও ডিজেলের দাম কমেছে প্রায় ১২.০৬ টাকা। অক্টোবরেই দিল্লিতে পেট্রোলের দাম উঠেছিল রেকর্ড ৮৪ টাকা ও মুম্বাইয়ে দাম উঠেছিল ৯১.৩৪ টাকা। ডিজেলের দাম উঠেছিল দিল্লিতে ৭৫.৪৫ টাকা ও মুম্বাইয়ে ৮০.১০ টাকা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

আগস্ট ১৬ তারিখের পর থেকেই পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকে। কংগ্রেস সহ বিরোধীরা অবশ্য এটাকে ভোটের চমক বলে অভিহিত করেছে। ভোটের আগে থেকেই বাড়িয়ে রাখা দাম এবার কমাচ্ছে মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের।

নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা
নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে/The News বাংলা

বিজেপির তরফ থেকে এখন থেকেই এই নিয়ে প্রচার শুরু হয়েছে। তাদের দাবি, তেলের দাম বাড়লে দেশের সমস্ত বিরোধী দল এবং মিডিয়ার এক অংশ মোদীকে দায়ী করত, তাই এখন দাম কমার কৃতিত্ব কেন মোদী পাবে না?

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

তবে তর্ক বিতর্ক যাই হোক, নতুন বছরে তেলের দাম আরও কমবে বলেই জানিয়েছে তেল বিশেষজ্ঞরা। আর এটাই নতুন বছরের সাধারণ মানুষের কাছে উপহার বলেই মনে করা হচ্ছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন