সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

219
সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী
সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী

সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী; আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। সংঘ পরিবারের ইচ্ছায় বিজেপির রাষ্ট্রপতি হচ্ছেন, বেঙ্কাইয়া নাইডু; এখন শুধু আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন; বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবারের ইচ্ছেতেই; তাঁকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী করতে চলেছে বিজেপি। যেকোন মুহূর্তেই, বিজেপি তথা এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা হবে; এমনটাই দিল্লির রাজনৈতিক সূত্রে জনা যাচ্ছে।

কেন্দ্রীয় বিজেপি সূত্রের খবর, ভেঙ্কাইয়া নাইডুকে ইতিমধ্যেই আগামী কয়েকদিন দিল্লির বাইরের সমস্ত কর্মসূচি বাতিল করে; দিল্লিতেই থাকতে বলা হয়েছে। আরও জানা গিয়েছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি আরের দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি; বিজেপি প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং তা হতে চলেছে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র; ভেঙ্কাইয়া নাইডুর জন্যই। এই চালে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশ থেকে সরতে চলেছে; কেসি আরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

আজ মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয়-স্তরের সভা আছে, সেখানেই সংঘ পরিবারের ইচ্ছাতেই; গেরুয়ার শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে; দেশের বর্তমান বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে; এটা প্রায় ঠিক হয়েই গেছে। এই নামে সিলমোহর দেওয়া, এখন কেবল সময়ের অপেক্ষা বলেই; মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশই।

আরও পড়ুনঃ “অগ্নিবীরের নামে বিজেপি ক্যাডার তৈরি করছে”, বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে মন্তব্য মমতার

বিরোধীরা যেখানে প্রার্থী দেওয়া নিয়ে, বারবার হোঁচট খাচ্ছে; সেখানে বিজেপি একেবারেই ফয়সালা নিতে চলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ-দের মতে, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু যদি দেশের রাষ্ট্রপতি হন; তবে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির প্রভাব আরও বাড়বে। দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রপতি হলে, তার প্রভাব আগামীদিনে; সেখানকার একশো-টিরও বেশি লোকসভা আসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।

যতদুর জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বিদেশ যাত্রার আগেই; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ভেঙ্কাইয়া নাইডুর নাম ঘোষণা করবে বিজেপি। এমনকি আজকের প্রার্থী নির্বাচনের কেন্দ্রীয়-স্তরের বৈঠকেও; প্রধানমন্ত্রীর উপস্থিত থাকারও কথা রয়েছে।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন