কেশপুরে চলল গুলি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত তৃণমূল নেতা

491
কেশপুরে চলল গুলি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত তৃণমূল নেতা/The News বাংলা
কেশপুরে চলল গুলি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত তৃণমূল নেতা/The News বাংলা

কেশপুরে চলল গুলি। ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বখতিয়ার খান নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ; হয়েছেন বলে জানা গেছে। ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালে গুলি চালায় নিরাপত্তারক্ষী। ভারতীর নির্দেশেই গুলি চালিয়েছে তাঁর নিরাপত্তা রক্ষী; অভিযোগ তৃণমূলের।

প্রার্থীকে আক্রমণ করতে আসা দুষ্কৃতিদের পায়ের দিকে তাক করে গুলি চালিয়েছে তাঁর নিরাপত্তা বাহিনী; দাবী বিজেপি কর্মীদের। যদিও গুলি চালাবার অভিযোগ অস্বীকার ভারতীর। তাঁর দাবী; নিরাপত্তারক্ষীরা কোন গুলি চালায়নি। এদিকে আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি কড়া হয়েছে; তাঁর কব্জির কাছে গুলি লেগেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন ভারতী, উড়ে গেল পায়ের নখ

ঘাটালের দোগাছিয়ায় ভারতী ঘোষকে; ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় কিছুক্ষণ আগেই। বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ; ইটবৃষ্টি তৃণমূল কর্মীদের। ইটের ঘায়ে মাথা ফাটে ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের। ভারতী ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়। এরপরেই ভারতীর নিরাপত্তারক্ষীরা ৪ বার গুলি চালায় বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ ধুন্ধুমার কেশপুরে তৃণমূল কর্মীদের হাতে রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনী

কেশপুরের দোগাছিয়ায় তৃণমূল কর্মীদের হাতে; রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনী। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুরের দোগাছিয়ার একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছে; এমনই খবর পেয়ে সেই বুথে ছুটে যান; ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ভারতীর সাথে ছিলেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফা ভোটের মধ্যেই রহস্যজনক মৃত্যু ২ রাজনৈতিক কর্মীর, বিজেপি তৃণমূল সংঘর্ষ

বুথে পৌঁছানো মাত্রই কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ঘিরে; তৃণমূল কর্মীরা তুমুল ইটবৃষ্টি ও পাথরবৃষ্টি শুরু করে। ইটের ঘায়ে রক্তাক্ত হন; ভারতীকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। সম্পূর্ণ ভাংচুর করা হয় ভারতীর গাড়ি। একটি মাদ্রাশাতে ছাপ্পা ভোট হচ্ছিল; খবর পেয়ে এলাকায় যান ভারতী; এমনটাই জানা গেছে।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে

কেশপুরের দোগাছিয়ায় সকাল থেকেই উত্তপ্ত অবস্থা বেশ কয়েকটি বুথে। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ সকাল থেকেই অভিযোগ করেন; কেশপুরের বিভিন্ন বুথে তার এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন