ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

587
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

ভোট বাজারে কলকাতায় কার্নিভ্যাল বা ফেস্টিভ্যাল। পুজোর আঁতুরঘর কুমোরটুলিতে রবিবার থেকে শুরু হল, ২ দিনের কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যাল। অসাধারণ রঙে সেজে উঠেছে কুমোরটুলি। চলবে সোমবারও। তার পরেও থেকে যাবে রেশ।

রবিবার ১৪ এপ্রিল বিশ্ব শিল্পকলা দিবস। তাই আজ রবিবার থেকেই এই মহান উদ্যোগ ‘রং মাটির পাঁচালি’তে সামিল এশিয়ান পেইন্টস শারদ সম্মান এবং কুমোরটুলি আর্ট ফোরাম। আছেন কলকাতার পুজোর নামকরা শিল্পীরা।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

কুমোরটুলি সেজে উঠছে নতুন রঙে। আরও নির্দিষ্ট করে বলতে গেলে কুমোরটুলিকে সাজিয়ে তোলা হয়েছে রঙ বেরঙের জমকাল রঙে। চারিদিকে রং এর রঙ। অসাধারণ উপস্থাপনা দেখতে মানুষের ঢল।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

‘রং মাটির পাঁচালি’তে সামিল এশিয়ান পেইন্টস শারদ সম্মান এবং কুমোরটুলি আর্ট ফোরাম। পুজোর কটা দিনে কুমোরটুলির ঠিক যেমন একটা আলাদা ফ্লেভার থাকে, কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যেন চৈত্র-বৈশাখের কাঠফাটা গরমেও সেই আমেজ।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

বনমালি সরকার স্ট্রীট এবং তার দুটি বাইলেনকে তাই সম্পূর্ভভাবে সাজিয়ে তোলা হয়েছে রঙে আর রঙে। ১৪ এবং ১৫ এপ্রিল চলবে প্রদর্শনী বা কার্ণিভ্যাল। কিন্তু, তারপরেও যদি কেউ ওই এলাকায় যান তবে তিনিও সেই উ‍ৎসবের আঁচ পাবেন। কারণ, যেভাবে ওই এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে তা থেকে যাবে।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

কুমোরটুলির প্রায় ৩০ জন মৃ‍ৎশিল্পী এই উদ্যোগে সামিল। তাদের সঙ্গে মেন্টর হিসাবে আছেন কলকাতার দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় থিম মেকার সুশান্ত পাল এবং পার্থ দাশগুপ্ত।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ শুধুই নেতাদের প্রতিশ্রুতি, কোন কাজ হয় নি, ভোট বয়কটের ডাক পুরুলিয়ায়

কুমোরটুলির শিল্পীদের মধ্যে রয়েছেন নবকুমার পাল, সুবল পাল, মিন্টু পাল, পরিমল পাল, মহিলা মৃ‍ৎশিল্পী চায়না পাল, সুস্মিতা রুদ্র পাল, মালা পাল সহ আরও অনেকে। তাদের সকলের শিল্পই, প্রদর্শিত হচ্ছে শিল্প দিবসের প্রদর্শনীতে।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব

বিখ্যাত শিল্পী পরিমল পাল জানান, “১৯৯২ ও ১৯৯৩ সালে যখন খুব ছোট ছিলাম তখন দুবার কুমোরটুলির নিজস্ব উদ্যোগে এই আর্ট ফেস্টিভ্যাল করা হয়েছিল। কিন্তু, তারপর থেকে এত বছরে আর এমন উদ্যোগ নেওয়া হয়নি। এবারে আর্ট ফেস্টিভ্যাল তাই কুমোরটুলির কাছে খুবই তা‍ৎপর্যপূর্ণ”।

কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যালে সেজেছে পুজোর আঁতুরঘর, দেখুন ছবি:

ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা
ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া/The News বাংলা

আরও পড়ুনঃ বিমানের সঙ্গে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বহু

শিল্পী সুশান্ত পাল জানান, “কুমোরটুলিতে আমরা যারা যাই তারা জানি কুমোরটুলির একটা আলাদা এসেন্স আছে। তাই আমরা যারা শিল্পী তাদের এই উদ্যোগ মৃ‍ৎশিল্পীদের সঙ্গে শিল্পবোধ বিনিময়ের। যাকে কার্ণিভ্যালের রূপ দেওয়া হয়েছে। আর যেহেতু কুমোরটুলি আর মা দুর্গা প্রায় সমার্থক, তাই সেই শিল্পসৃষ্টিও এখানে স্থান পাবে”।

শিল্পী পার্থ দাশগুপ্ত বলেন, “অসাধারণ উদ্যোগ, শিল্পের সঙ্গে শিল্পীর মিলন শিল্পের আঁতুরঘরে”। পুজোর দুনিয়ার বাইরেও মানুষের আকর্ষণের কেন্দ্রে এখন এই কুমোরটুলি আর্ট ফেস্টিভ্যাল। বিদেশীদেরও আকর্ষণ করছে এই কার্নিভ্যাল বা ফেস্টিভ্যাল।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন