শুরু ভোট যুদ্ধ, বৃহস্পতিবার প্রথম দফার ভোটে কতজন অভিযুক্ত আর কতজন কোটিপতি

364
শুরু ভোট যুদ্ধ, বৃহস্পতিবার প্রথম দফার ভোট নিয়ে সব খবর জেনে নিন/The News বাংলা
শুরু ভোট যুদ্ধ, বৃহস্পতিবার প্রথম দফার ভোট নিয়ে সব খবর জেনে নিন/The News বাংলা

শুরু লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার ১১ই এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফার মোট আসন সংখ্যা ৯১। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৬৬ জন প্রার্থী। মনোয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পর্কে যে ফৌজদারি মামলা, সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে তাও দেওয়া হল। দেওয়া হল কোটিপতিদের তালিকাও। দেখে নিন একনজরে।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

অভিযুক্ত প্রার্থীদের পরিসংখ্যান:

প্রথম দফায় প্রার্থীর সংখ্যা ১২৬৬ জন। এদের মধ্যে লঘু অপরাধের মামলায় জড়িত প্রার্থী ২১৩ জন। গুরুতর অপরাধের মামলায় জড়িত প্রার্থীর সংখ্যা ১৪৬ জন। প্রথম দফায় কংগ্রেসের ৮৩ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। ২২ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। ৮৩ জন বিজেপি প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী লঘু অপরাধের মামলায় জড়িত। ১৬ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপিকে পরাজিত করার ডাক বাংলার বুদ্ধিজীবীদের

২৫ জন টিডিপি প্রার্থীর মধ্যে ৪ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ২ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। ওয়াইএসআরসিপি-র ২৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ১০ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। জনসেনা পার্টির ২৩ জন প্রার্থীর মধ্যে ৪ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ২ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। টিআরএস-র ১৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ৩ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

বিএসপি-র ৩২ জন প্রার্থীর মধ্যে ৮ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ৪ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। ৫৫৩ জন নির্দল প্রার্থীর মধ্যে ৪৮ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ৩৫ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত। ৪২৫ জন অন্যান্য প্রার্থীর মধ্যে ৬৬ জন লঘু অপরাধের মামলায় জড়িত। ৫২ জন গুরুতর অপরাধের মামলায় জড়িত।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

কোটিপতি প্রার্থীদের পরিসংখ্যান:

প্রথম দফার ১২৬৬ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৪০১ জন। এই পরিসংখ্যানে প্রথমস্থানে রয়েছে কংগ্রেস। প্রথম দফায় কংগ্রেসের ৮৩ জন প্রার্থীর মধ্যে ৬৯ জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ ৮৩ শতাংশ প্রার্থী কোটিপতি। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তাদের ৮৩ জন প্রার্থীর মধ্যে ৬৫ জন প্রার্থী কোটিপতি। অর্থাৎ ৭৮ শতাংশ কোটিপতি।

আরও পড়ুনঃ লজ্জার ছবি, বাংলার পুলিশের কাজ কি তৃণমূলের ছাতা ধরা

টিডিপি-র ২৫ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই কোটিপতি। ওয়াইএসআরসিপি-র ২৫ জন প্রার্থীর মধ্যে ২২ জন কোটিপতি। জনসেনা পার্টির ২৩ জন প্রার্থীর মধ্যে ১৭ জন কোটিপতি। টিআরএস-র ১৭ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই কোটিপতি। বিএসপি-র ৩২ জন প্রার্থীর মধ্যে ১৫ জন কোটিপতি। ৫৫৩ জন নির্দল প্রার্থীর মধ্যে ৭০ জন কোটিপতি। ৪২৫ জন অন্যান্য প্রার্থীর মধ্যে ১০১ জন কোটিপতি।

আরও পড়ুনঃ মমতা আরএসএস কোর কমিটির সদস্য, জানিয়ে দিলেন অধীর

কংগ্রেসের ৮৩ জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ২১ কোটি ৯৩ লাখ টাকা। বিজেপি-র ৮৩ জন প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৫৬ লাখ টাকা। ৩২ জন বিএসপি প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৬৩ লাখ টাকা। ২৫ জন ওয়াইএসআরসিপি-র প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ৬২ কোটি ৯৪ লাখ টাকা। ২৫ জন টিডিপি প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ৫৭ কোটি ৭৭ লাখ টাকা। ১৭ জন টিআরএস প্রার্থীর প্রত্যেকের গড় সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি ৮৭ লাখ টাকা।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন