তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা

412
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

The News বাংলা, নিউ দিল্লি: সোমবার তিন তালাক বিল নতুন ভাবে পেশ হল রাজ্যসভায়। নতুন ভাবে আনা তিন তালাক বিল নিয়ে গত বৃহস্পতিবারই লোকসভায় আলোচনা হয়। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের জোরে লোকসভায় পাস হয়ে যায় এই বিল। সোমবার রাজ্যসভায় ফের সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

আলোচনার জন্য সোমবার দুপুরে ফের একবার রাজ্যসভায় উঠছে নতুন তিন তালাক বিল। ২০১৭ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তিন তালাক প্রথার অবসান করে দেওয়ার সময় এসেছে। তারপর আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার। তবে সেবারও রাজ্যসভায় বিরোধীদের বিরোধিতায় আটকে যায় তিন তালাক বিল।

আরও পড়ুনঃ কাশ্মীরে অনুপ্রবেশকারী হিংস্র পাকিস্তান ব্যাট সেনাকে খতম ভারতীয় সেনার

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

এর আগে জানুয়ারি মাসে একটি বিল তৈরি হয়েছিল, সেটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করান যায়নি। এরপর তাতে সংশোধন করা হল। নতুন আইনে বলা আছে তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

গত বৃহস্পতিবার লোকসভার মত, এদিনও রাজ্যসভায় সব সাংসদদের উপস্থিত থাকার জন্য নির্দেশ জারি করেছে বিজেপি নেতৃত্ব। বিল উত্থাপনের সময় যাতে প্রত্যেক সাংসদ রাজ্যসভায় উপস্থিত থাকেন ও পরে ভোটাভুটিতে অংশ নেন, সে ব্যাপারে এদিন হুইপে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

অন্যদিকে লোকসভার মত আলোচনার পর ভোটাভুটির কথা মাথায় রেখে রাজ্যসভা সাংসদদের ওপর হুইপ জারি করেছে কংগ্রেসও। কংগ্রেসের তরফ থেকেও প্রত্যেক সাংসদকে অবশ্যই আজ রাজ্যসভায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

সোমবার শুরুতেই সংসদে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ঘরে এক জরুরী বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই ঠিক হয়, কোনরকমেই সরকারকে এই তিন তালাকের নতুন বিল রাজ্যসভায় পাস করাতে দেওয়া হবে না। বিভিন্ন বিষয় নিয়ে এই তিন তালাকের নতুন বিলের বিরোধিতা করছে বিরোধীরা। তবে লোকসভা ভোটের আগে তিন তালাককে যাতে ইস্যু করতে না পারে বিজেপি, সেই জন্যই বিল আটকাতে তৎপর বিরোধীরা, বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

বিল বিতর্কে বিজেপি বিরোধিতায় কংগ্রেস এর পক্ষেই শিবসেনা, তেলেগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস সহ অনেক বিরোধী দল। এমনকি তিল তালাক বিলের বিরোধিতায় বামেরাও। তিন তালাকে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রেখে সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করে সরকার। সেই অর্ডিন্যান্সে আইনি বৈধতা দিতেই সংসদে বিলও পেশ করা হয়।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলিরাও বৈঠকে বসেন। এর আগেও লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিরোধীদের একাধিক সংশোধনী খারিজ করে সরকার। যদিও, অর্ডিন্যান্সে বিরোধীদের দাবি মেনে, তিন তালাকে জামিনের সংস্থান রাখা হয়।

লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা
লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা

একাধিক ধারা বদলে যাওয়ায় ফের নতুন করে তিন তালাক বিল লোকসভায় পেশ করেছে সরকার। পাসও হয়ে গেছে। এবারও রাজ্যসভায় বিল আটকে গেলে সরকারকে আবার অর্ডিন্যান্স জারি করতে হবে। আর তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে বদ্ধ পরিকর বিরোধীরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

এদিকে লোকসভা ভোটের আগেই তিন তালাক বিল সংসদে পাশ করতে বদ্ধপরিকর বিজেপি। তিন তালাক বিল পাস করে সেটাই ভোটের অন্যতম প্রচারের হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। কিন্তু কংগ্রেস ও বিরোধীরা, বিজেপির এই বড় হাতিয়ারকেই আটকাতে চাইছে। কংগ্রেস চায় তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে। আর সেই নিয়েই চলছে বিতর্ক। সোমবারও দুপুর থেকেই রাজ্যসভায় শুরু হবে বিল নিয়ে আলোচনা।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

দেখে নিন, নতুন তিন তালাক বিলে কি কি থাকছে:

১. এই নতুন আইনের সবচেয়ে বড় দিক হল এটায় তিন বছর পর্যন্ত জেলের সুপারিশ করা আছে। তাছাড়া স্বামীকে জরিমানা দেওয়ার কথাও বলা আছে নতুন আইনে। বলা হয়েছে নিকা হালালা-র বিরুদ্ধেও।

২. গত বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংশোধিত বিলের উপর চার ঘণ্টা ধরে চর্চা হয়ে, সরকারের সংখ্যাগরিষ্ঠের জোরে পাসও হয়ে যায়। তবে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় সরকার। তাই তিন তালাক বিল রাজ্যসভায় ফের পেশ হলেও আটকে যাবে।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

৩. তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের অনেকেই।

৪. বিরোধীদের সমালোচনার মাঝে পড়ে তিল তালাক বিলে কয়েকটি পরিবর্তন করেছে কেন্দ্র। তবে তিন বছরের জেলের বিষয়টি একই ভাবে বলবৎ থাকছে।

৫. এখন থেকে তিন তালাক পাওয়া স্ত্রী বা তাঁর নিকট আত্মীয়রা ছাড়া অন্য কেউ স্বামীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করতে পারবেন না। আইনে বলা হয়েছে অভিযুক্ত স্বামী জামিন পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্টেট।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন