কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

9742
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

লজ্জা। খুব লজ্জার। দেশের জন্য সেনাদের ত্যাগকে কাজে লাগিয়ে মুনাফার জন্য লড়ছে ফিল্ম দুনিয়া। কাশ্মীরে লড়ছে মরছে ভারতীয় সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে টাকা কামানর জন্য মারপিট করছে বলিউডের ফিল্ম জগত। এমন ঘটনায় সাড়া পরে গেছে গোটা ভারতে। আর এই নিয়ে হাসিঠাট্টায় মেতেছে আন্তর্জাতিক দুনিয়া।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

ভিকি কৌশল অভিনীত ” উরি-দ্যা সার্জিক্যাল স্ত্রাইক” বক্স অফিসে ব্যপক ব্যবসা করেছে। তারপর থেকেই বলিউডের নামি প্রযোজকরা দেশাত্মবোধক সিনেমা করার দিকে আগ্রহ বেশি দেখাচ্ছে। তাদের হাতে এখন অনেক বিষয়। পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি আক্রমণ, বালাকটে ভারতের বায়ুসেনার জইশ-ই-মহম্মদের ক্যাম্পে বিমান আক্রমণ এবং দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর, বলিউড প্রযোজকদের মধ্যে আগামী দিনের হিন্দি সিনেমার নাম ঠিক করা নিয়ে তোলপাড় হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে কাঁপছে পাকিস্তান, অভিনন্দনকে বিমানে আনার প্রস্তাব নাকচ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

বলিউড ফিল্মি দুনিয়ার সূত্র অনুযায়ী, ফিল্মের নামের জন্য “বালাকোট”, “পুলাওয়ামা” নামগুলো শীর্ষে উঠে এসেছে। পাকিস্তানে আটকে পরা ভারতের বায়ুসেনা, অভিনন্দন বর্তমান যাকে শুক্রবার ছাড়া হল, সেই “অভিনন্দন”-এর নামও উঠে এসেছে সিনেমার নামের শীর্ষে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

বালাকোট জইশ-ই-মহম্মদের সব থেকে সুসজ্জিত ক্যাম্প ছিল। এই ক্যাম্পে, সুইমিং পুল এবং জিম সহ ৬০০ জন জঙ্গির থাকার ব্যবস্থা ছিল বলেই সূত্রের খবর। গত মঙ্গলবার ভোরবেলায় ভারতীয় বায়ুসেনার আক্রমণে বালাকোট সহ দুটো জঙ্গি-ক্যাম্প ধ্বংস হয়ে যায়। চিত্রনাট্যে এটাই মুম্বাই ফিল্ম জগতে এখন হট ফেভারিট।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

২৭এ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের বায়ুসেনার যে পাইলটকে আটক করে, তার নাম অভিনন্দন বর্তমান। এখন গোটা ভারতে তিনি বিখ্যাত। কোটি কোটি মানুষ তাঁর সুস্থভাবে দেশ ফেরার জন্যে প্রার্থনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, “অভিনন্দনকে ১লা মার্চ ছেড়ে দেওয়া হবে”। সেই অনুযায়ী তাঁকে শুক্রবার ভারতকে ফিরিয়ে দেওয়া হয়। সেটাও এই মুহূর্তে হট ফেভারিট সিনেমার নামের ক্ষেত্রে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

India Motion Pictures Producers’s Association বা (IMPPA) এর মুম্বাইয়ের আন্ধেরির অফিসে এখন ব্যস্তদিন কাটছে প্রতিদিন। পাঁচ থেকে ছয়টি আলাদা প্রযোজকের প্রতিনিধিরা সিনেমার নামকরণ করার জন্যে প্রতিদিন আসছেন। এবং নিজেদের আগামী সিনেমাগুলোর জন্যে নাম ঠিক করে সেটা সবার আগে নথিভুক্ত করাতে চান।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা
কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফিল্ম করে মুনাফার মারপিট/The News বাংলা

একজন প্রত্যক্ষদর্শী এই পুরো ঘটনাটাকে ‘একটা খিচুড়ি’ বলে বর্ণনা করেছেন। কারণ প্রযোজকদের মধ্যে নাকি ‘বালাকোট’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’,’পুলাওয়ামা আট্যাক’, ‘রিটার্ন অফ অভিনন্দন’ নামগুলো নিয়ে বচসাও বাঁধে। কিছুজন এই নামেরও বিকল্প খুঁজে চলেছে। কেউ করতে চান অভিনন্দন এর বাইওপিক।

আরও পড়ুনঃ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার

পুলাওয়ামা আক্রমণের পর, ‘পুলওয়ামা’, ‘পুলওয়ামা: দা সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হে’, ‘পুলওয়ামা টেরর এট্যাক’, ‘দা এট্যাকস অফ পুলওয়ামা’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’ এবং ‘এটিএস- ওয়ান ম্যান শো’ নামগুলো জমা পড়েছে। একদিন এর মধ্যে প্রযোজকদের মধ্যে ধস্তাধস্তিও লেগে যায়। এবার দেখার বিষয়, কোন প্রযোজক কোন নাম পান।

তবে শহিদ সেনাদের নিয়ে যেভাবে সিনেমা বানিয়ে মুনাফা লাভের চেষ্টা চলছে, তা খুব লজ্জাজনক বলেই মনে করছে ফিল্ম জগতও। ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাদের নিয়ে ফায়দা লোটার চেষ্টায় লজ্জাজনক ধস্তাধস্তি ফিল্ম প্রযোজকদের।

আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন