বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

809
বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়/The News বাংলা
বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়/The News বাংলা

তাঁর বাড়িও নেই, গাড়িও নেই। নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় জানালেন ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিসাব দেখে বোঝা গেল বাংলা ও ভারতের অন্যতম গরিব লোকসভা ভোট প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাইপো ও এই মুহূর্তে বাংলা প্রশাসনের দ্বিতীয় ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবার কেন্দ্রে ফের তৃণমূল প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মনোনয়নপত্র পেশ করেন মুখ্যমন্ত্রীর ভাইপো। নিজের কোনও গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি কিছুই নেই বলে হলফনামায় উল্লেখ করলেন অভিষেক। তবে তাঁর আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বেতন ছাড়াও বাড়ি ভাড়া বাবদ রোজগার। এমনটাই বলছে নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা। সেখানে আরও জানিয়েছেন স্ত্রী রুজিরার সোনা রয়েছে ৬৫৮ গ্রাম আর রুপো আড়াই কেজি।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

কমিশনে দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, তাঁর নামে কোনও বাড়ি নেই। তাই পিসি মমতার বাড়ির ঠিকানা দিয়েছেন তিনি। হলফনামায় অভিষেক লিখেছেন, ২০১৩-১৪ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩৬ লক্ষ ৮৮ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ৩ হাজার ১৩০ টাকা। স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা। স্ত্রীর হাতে নগদ অর্থ ৮৭,৩০০ টাকা। এছাড়া ১৫ লক্ষ ৪০ হাজার ৭৮১ টাকার পলিসি রয়েছে। CESC সিকিউরিটি ৩ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকা। অভিষেকের কাছে সোনা হয়েছে ৩০ গ্রাম। ৬৫৮ গ্রাম সোনা রয়েছে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। ৩ লক্ষ টাকার পেন্টিংসের মালিক অভিষেক। তাঁর নামে কোনও মামলা বা এফআইআর নেই।

আরও পড়ুনঃ বউকে না জানিয়েই কি শ্বশুরবাড়িতে আত্মগোপন, অফিসার উধাও রহস্যে সিআইডি

অভিষেকের হাতে নগদ রয়েছে ৯২ হাজার ৫০০ টাকা। এছাড়াও পাঁচটি ব্যাঙ্কে গচ্ছিত অর্থ, বিভিন্ন বিনিয়োগ ও সোনা, রুপোর বাজার দর মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তি ৭১ লাখ, ৪০ হাজার ৭৩৯ টাকা ৪৫ পয়সা। স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তি ৩৫ লাখ ৫৫ হাজার ৯১৫ টাকা ৪৮ পয়সা ও মেয়ে আজানিয়ার ৩০ লাখ ৯৭ হাজার ৬৪৪ টাকা ৭৪ পয়সা। সব মিলিয়ে পারিবারিক অস্থাবর সম্পত্তি ১ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩১৯ টাকা ৬৭ পয়সা।

আরও পড়ুনঃ ভোটের ৫ দিন আগে প্রকাশ্যে দিনের আলোয় তৃনমুলের অস্ত্র ও বাইক মিছিল বীরভূমে

তবে অভিষেক জানিয়েছেন, জমি, গাড়ি বা বাড়ি নেই তাঁর। স্ত্রী রুজিরা থাইল্যান্ডের নাগরিক হলেও সে দেশে তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। নিজের স্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে অভিষেক জানিয়েছেন তাঁর বা স্ত্রী রুজিরার কোনও জমি, বাড়ি কিছু নেই। ফ্ল্যাটও নেই। কোনও রকম কোনও ধার-দেনাও নেই।

আরও পড়ুনঃ নভেম্বরেই বাংলায় বিজেপি সরকার, ভোটের পরেই ১২০ বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় অভিষেক তাঁর ঠিকানা হিসেবে জানিয়েছেন কালীঘাটের ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই বাড়িতেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী স্ত্রী দুজনের আয় বাড়লেও পাঁচ বছরে অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ কমেছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেওয়া হলফনামায় অভিষেক মোট সম্পত্তি জানিয়েছিলেন, ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ২৭২ টাকা। সেটা কমে এখন হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা।

আরও পড়ুনঃ ভোট প্রচারে দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর কলকতার বাম প্রার্থী কনীনিকা বসু

সব হিসাবে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতান্তই একজন মধ্যবিত্ত প্রার্থী। তাও আবার বাড়ি গাড়ি কিছুই নেই। তবে বিরোধীদের পাশাপাশি এই ঘোষণায় বেশ অবাক রাজনৈতিক মহল। তবে হাসি ছাড়া প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে চান নি কেউই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন