আমির খানের জন্মদিনে জেনে নিন তাঁর ব্যপারে কিছু অজানা তথ্য

9662
Lesser Known Facts About Amir Khan/The News বাংলা
আমির খানের জন্মদিনে জেনে নিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য/The News বাংলা

বৃহস্পতিবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৫৪ তম জন্মদিন। বলিউডকে আমির খান প্রায় দু দশক ধরে উপহার দিয়েছে দারুন সব সিনেমা। তার মধ্যে বক্স অফিস তোলপাড় করেছিল ‘আন্দাজ আপনা আপনা’, ‘ফানা’, ‘তারে জামিন পার’, ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ‘দঙ্গল’ এর মত সিনেমা।
তার জন্মদিনে, আসুন জেনেনি তার ব্যাপারে কিছু অজানা তথ্যঃ

আরও পড়ুনঃ বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

১। আমির খানের পুরো নাম মহাম্মাদ আমির হুসেন খান। তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদের বংশধর।

২। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনেরও বংশধর।

৩। আমির খানকে তার প্রিয়জনরা ‘কানহাইয়া লাল’ বলে ডাকেন, কারন ছোটবেলায় আমিরের ছেলের থেকে মেয়ে বন্ধুদের সংখ্যা বেশি ছিল।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

৪। ১৯৭৩ এর জনপ্রিয় সিনেমা ‘ইয়াদও কি বারাত’ দিয়েই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল আমিরের।

৫। আমিরের বাবা মা, জাকির এবং জিনাত হুসেন চাননি আমির অভিনেতা হোক। তারা ছেয়েছিল, আমির পড়াশুনো করুক। কিন্তু দুঃখের বিষয়, স্কুল পাস করার পর আমির আর পড়াশুনো করেনি।

৬। আমির খান অভিনয় ছাড়াও, টেনিস খেলতে পছন্দ করেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায়ে টেনিস খেলতেন ছাত্র জীবনে।

আরও পড়ুনঃ ‘বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ’

৭। ‘কায়ামাত সে কায়ামাত তাক’ সিনেমা করার পর আমির বেশ জনপ্রিয়তা পান। তবে, এই সিনেমার বাজেট কম থাকায় আমির নিজেই বাসে, ট্রেনে এবং অটো রিক্সায়ে এই সিনেমার পোস্টের লাগিয়ে প্রচার করেন।

৮। আমির খানের রিউবিক্স কিউব সমাধান করতে লাগে মাত্র ১৫ মিনিট।

৯। ‘সরফরোশ’ সিনেমার জন্য আমির খান কাক ভোরে ডাব করতেন, যাতে তার রুক্ষ গলার আওয়াজটা ডাব হয়।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

১০। ৪৪তম ফিল্ম ফেয়ার পুরস্কারে বেস্ট দৃশ্যে জিতেছিল ‘গুলাম’ সিনেমার একটা অংশ, যাতে আমির খানকে দেখা গিয়েছিল চলন্ত ট্রেনের দিকে দৌড়ে আসতে। সেই দৃশ্যটা নিজেই শুট করেন আমির, এবং মাত্র ১.৩ সেকেন্ডের জন্য বেঁচে যান তিনি।

১১। আমির খান শুধু ভারতবর্ষে নয়, পাকিস্তানেও বিভিন্ন সামাজিক কাজ করেছেন।

১২। আমির খানের জনপ্রিয় সিনেমা ‘গাজনি’ প্রথম হিন্দি সিনেমা যা ১০০ কোটি টাকা উপার্জন করে। ‘গাজনি’র পর থেকেই বক্স অফিসে শুরু হয় ‘১০০ কোটির ট্রেন্ড’।

আরও পড়ুনঃ বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

১৩। আমির খান ২০০৩ সালে পদ্মশ্রী এবং ২০১০ সালে পদ্মভূষণ পান।

১৪। আমির খানের স্ত্রী কিরণ রাই জানান, আমির খাদ্য প্রিয় মানুষ। তিনি সব সময় কিছু না কিছু খেতে থাকেন।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন