বাংলায় চিকিৎসা সংকট, বৈঠকের জায়গা ঠিক করতে মমতাকেই দায়িত্ব ডাক্তারদের

401
বাংলায় চিকিৎসা সংকট, কোথায় বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা/The News বাংলা
বাংলায় চিকিৎসা সংকট, কোথায় বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা/The News বাংলা

বাংলায় চিকিৎসা সংকট; কোথায় বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা? হ্যাঁ, বৈঠক ঠিক করার দায়িত্ব মমতাকেই দিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। রবিবার নিজেদের মধ্যে আলোচনা করে; মিডিয়ার সামনে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন জুনিয়র ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজী আন্দোলনকারীরা। তবে নবান্নে নয়। প্রকাশ্যে হোক সেই আলোচনা; এমনটাই চাইছেন তাঁরা। কবে কোথায় আলোচনা হবে; সেই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী; জিবি শেষে একথাই জানালেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা, পরীক্ষা করে দেখার জন্য জনস্বার্থ মামলা

পর পর দুদিন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে; হাজির হননি আন্দোনকারী জুনিয়র ডাক্তাররা। তারা স্পষ্ট জানিয়ে দেয়; নবান্নে কোনও আলোচনা হবে না। এনআরএসেই আসতে হবে মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেখানে যেতে নারাজ।

আরও পড়ুনঃ কাজে যোগ দিতে কোন জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যমন্ত্রী মমতার কাছে

মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন; প্রয়োজনে রাজ্যপাল ও রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলতে পারেন আন্দোলনকারীরা৷ এদিন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা জানান; তাঁরা কাজে যোগ দিতে চান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গেও; বৈঠকে বসতে চান তাঁরা। তবে সেই আলোচনা হতে হবে, মিডিয়ার ক্যামেরার সামনে; প্রকাশ্যে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্ট তলব করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সেই জায়গা মুখ্যমন্ত্রীকেই ঠিক করতে হবে; বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠকে রাজভবন, এনআরএস এবং নিরপেক্ষ স্থানের কথাও উঠে আসে বলে জানা গিয়েছে। শনিবার রাতের পর ফের রবিবার সকালে এনআরএস-এর অডিটোরিয়ামে; জিবি বৈঠক বসে জুনিয়র ডাক্তারদের।

আরও পড়ুনঃ এবার এইমস ডাক্তারদের চাপ মমতাকে, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের; জুনিয়র চিকিৎসকরা ছিলেন এই বৈঠকে। শনিবারের মতো রবিবারেও জুনিয়র চিকিৎসকরা জানান; মুখ্যমন্ত্রী তাঁর সাংবাদিক সম্মেলনে আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। মানুষের মনে ভুল ধারনা তৈরি করেছেন। শনিবারে মুখ্যমন্ত্রীর বিবৃতি ছিল বিভ্রান্তিমূলক; বলেছেন জুনিয়র চিকিৎসকরা।

আন্দোনকারী জুনিয়র ডাক্তারদের জিবির সিদ্ধান্ত জানার জন্য; এনআরএসে ছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মৈত্র। জুনিয়র ডাক্তাররা তাঁদের সিদ্ধান্ত তাঁকে জানিয়ে দেন। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা এরপর কি সিদ্ধান্ত নেন। বৈঠক কোথায় হয়; আন্দোলন ওঠে কিনা তার জন্য তাকিয়ে বাংলার আমজনতা।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন