মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

1127
মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা
মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা

রাজধানীর অন্দরে যা খবর, দেশ পেতে চলেছে প্রথম বাঙালি সিবিআই প্রধান। শুধু তাই নয়, তিনি আবার বাঙালি মহিলা। সব ঠিকঠাক চললে, মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পাবে প্রথম বাঙালি মহিলা সিবিআই প্রধান। বলা হচ্ছে, মমতার নেতৃত্বে মহাজোটের যে সব নেতা সিবিআই নিয়ে তাদের সমস্যার কথা জানিয়েছেন, তাদের অস্বস্তিতে ফেলবে মোদীর এই সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে আরও পড়ুনঃ

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

সম্ভবত ২৪শে জানুয়ারী বৃহস্পতিবার, নতুন সিবিআই অধিকর্তা নিয়োগের ব্যাপারে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি। নিয়োগের এই সিলেক্ট কমিটিতে থাকেন প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে সিবিআই অধিকর্তা নিয়োগের ব্যাপারে এই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতির প্রতিনিধি বিচারপতি এ কে সিকরি ও রাহুল গান্ধীর তরফে থাকবেন মল্লিকার্জুন খাড়গে।

মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা
মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা

সবপক্ষের আলোচনার পর সরকার ঠিক করে ২৪ তারিখই নতুন সিবিআই ডিরেক্টর বাছাই হবে। গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি দুর্নীতি, কর্তব্যে গাফিলতির অভিযোগে অলোক বর্মাকে সরিয়ে দেওয়ার পর থেকে সিবিআই ডিরেক্টর পদটি খালি রয়েছে। বর্মাকে ডিরেক্টর জেনারেল, ফায়ার সার্ভিস করা হয়। যদিও পদে যোগ না দিয়ে চাকরি থেকে পদত্যাগ করেন আইপিএস অফিসার অলোক বর্মা। এম নাগেশ্বর রাওকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অন্তর্বর্তী অধিকর্তা নিয়োগ করে সরকার।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর। একইসঙ্গে তিনি একজন বাঙালিও বটে। ফলে দুই দিক থেকেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে মোদীর নেতৃত্বে সিলেক্ট কমিটির এই সিদ্ধান্তে, মমতার নেতৃত্বে মহাজোটের যে সব নেতা সিবিআই নিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন, তাদের অস্বস্তিতে পড়তে হবে।

মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা
মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান/The News বাংলা

রাজধানী সূত্রে জানা গেছে, সবমিলিয়ে মোট ১২ জন প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আইপিএস রিনা মিত্র। এছাড়াও রয়েছেন গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদীর নামও। এর আগে মধ্যপ্রদেশ পুলিশ, বিএসএফ, রেলওয়ে ও সিবিআই এ কাজ করেছেন এই মহিলা আইপিএস।

রিনাদেবী সিবিআই ডিরেক্টর হলে তিনিই হবেন প্রথম মহিলা সিবিআই প্রধান। এছাড়া বাঙালি হিসাবেও রেকর্ড গড়বেন। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার রিনা মিত্র এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে কাজ করছেন। আজ পর্যন্ত কোন বাঙালি অফিসার সিবিআই অধিকর্তা হননি।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

তাঁর ভাবমূর্তিও খুব স্বচ্ছ। কেরিয়ারে কোনও বিতর্ক নেই। ১৯৯৯ সালে পুলিশ পদক ও ২০০৮ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন রিনা মিত্র। পাঁচ বছর এর আগেও সিবিআইয়ে কাজ করেছেন তিনি। সিবিআই অধিকর্তা হিসাবে মোদী তাঁর নাম তুললে, বিচারপতি এ কে সিকরি ও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেও এর প্রতিবাদ করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

রিনা মিত্র সিবিআই অধিকর্তা হলে, তাঁর হাত ধরেই আবার বাংলার সারদা, নারদা ও বাকি চিটফান্ড মামলাগুলি নতুন করে শুরু করা হবে বলেই খবর। যে মামলায় ফেঁসে আছেন তৃনমূল নেতারাই। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার লড়তে হবে এক বাঙালি মহিলার সঙ্গেই। আর এখানেই মোদীর মাস্টারস্ট্রোক দেখছে রাজনৈতিক মহল। এখন নতুন সিবিআই অধিকর্তা কে হন সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন