ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

405
ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে/The News বাংলা
ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে/The News বাংলা

আকাশে বিশ্বের সবচেয়ে বড় বিমানের উড়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোজাভে মরুভূমির আকাশে উড়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান। ‘রক’ নামের সাদা ধবধবে উড়োজাহাজটির প্রসারিত পাখার ব্যাপ্তি একটি ফুটবল খেলার একটি মাঠের সমান। এটি দেখতে জোড়াপাখির মতো।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৭টার কিছুক্ষণ আগে ছয় ইঞ্জিন বিশিষ্ট রক প্রথমবারের মতো উড়ান শুরু করে। উড়ানের পর প্রায় দুই ঘণ্টা আকাশে উড়ে নিরাপদে ‘মোজাভে বিমান ও মহাকাশ বন্দরে’ নামে রক।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

মাইক্রোসফটের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের কোম্পানি ‘স্ট্র্যাটোলঞ্চ সিস্টেম কর্প’ প্রথম কার্বন-নির্মিত উড়োজাহাজটি বানিয়েছে। এর মধ্য দিয়ে কোম্পানিটি বেসরকারি পর্যায়ে মহাকাশযান নির্মাণ ব্যবসার লোভনীয় বাজারে প্রবেশ করল।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

উড়োজাহাজটি পাঁচ লাখ পাউন্ড পর্যন্ত ওজনের রকেটসহ অন্যান্য মহাকাশযান নিয়ে ৩৫ হাজার ফুট উচ্চতায় যেতে পারবে। কোম্পানিটি দাবি করছে, এর ফলে এখন মহাকাশে স্যাটেলাইট পাঠানোর কাজটি ‘যাত্রীবাহী বিমান ভাড়া করার মতো সহজ’ হয়ে যাবে।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

স্ট্র্যাটোলঞ্চ কোম্পানি জানিয়েছে, শনিবারের পরীক্ষামূলক উড্ডয়নে উড়োজাহাজটি সর্বোচ্চ ১৮৯ মাইল গতিতে চলে এবং এ সময় এটি ১৭ হাজার ফুট উচ্চতায় ওঠে।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

১৯৭৫ সালে বিল গেটসের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করা পল অ্যালেন ২০১১ সালে ব্যক্তিমালিকানাধীন স্ট্র্যাটোলঞ্চ কোম্পানি প্রতিষ্ঠা করেন। আগামী বছরের শুরুতেই রকের মাধ্যমে প্রথম রকেটযাত্রা করাতে চায় কোম্পানিটি।

আরও পড়ুনঃ ভোটবাজারে কলকাতায় কার্নিভ্যাল, কুমোরটুলি ফেস্টিভ্যালে মজেছে পুজোর দুনিয়া

রক নির্মাণের কাজ শুরুর কয়েক মাসের মাথায় গত বছরের অক্টোবরে মারা যান অ্যালেন। তবে তাঁর এই উদ্যোগ ভবিষ্যতে মানুষকে মহাকাশেও ভ্রমণ করাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন