একপায়ে এভারেস্ট অ্যান্টার্কটিকার পর এবার নতুন শৃঙ্গ জয়ের পরিকল্পনা অরুণিমার

587
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা

একপায়ে কি কি করা যায়? মানুষের পক্ষে মাত্র একপায়ে কি কি করা সম্ভব? নৃত্যশিল্পী সুধা চন্দ্রন দেখিয়ে দিয়েছেন মনের জোর থাকলে একপায়ে কি না করা যায়। আর এবার সেই একপায়ের উপর ভর করেই একের পর এক বাধা জয় করছেন অরুণিমা সিনহা।

এভারেস্টের পর এবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গও জয় করেছেন এক পা হারানো অরুণিমা সিনহা। গোটা ভারতের পাশাপাশি তাঁর এমন সাফল্য বিস্মিত করেছে সারা বিশ্বকে। এর আগে এক পা হারানো কোনো মহিলা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসেন্ট ম্যাসিফ জয় করতে পারেননি। এরপর আরও নতুন শৃঙ্গ জয়ের ভাবনা অরুণিমার।

সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেলেছেন অরুণিমা সিনহা। যেটা বলা হয় সেভেন সামিট। ইতিমধ্যেই তিনি জয় করেছেন এশিয়ার মাউন্ট এভারেস্ট, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুজ, অস্ট্রেলিয়ার মাউন্ট কসকিয়স্ক, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া, ওসিয়ানিয়ার মাউন্ট কারস্টেন্টজ পিরামিড ও সবশেষে অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসেন্ট ম্যাসিফ। একপায়ে এই পর্বতগুলির শীর্ষে পা রেখেছেন এই ভারতীয় পর্বতারোহী।

এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা

উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা অরুণিমা সিনহা। নকল পা নিয়ে তিনি জয় করেছেন অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসেন্ট ম্যাসিফ। তবে এই অসাধ্যসাধন তাঁর প্রথম নয়। এর আগে তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।

অসাধারণ কৃতিত্বের জন্য সারা বিশ্বের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সম্পর্কে বলেছেন, ‘অরুণিমা অক্লান্ত পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন’।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা

সত্যিই পরিশ্রম ও অধ্যবসায় ছাড়া কারো পক্ষে এই উচ্চতা ছোঁয়া সম্ভব হয় না। কিন্তু পর্বতারোহণের এমন স্বপ্ন অরুণিমার প্রথমদিন থেকে ছিল না। এই তরুণী ছিলেন জাতীয় পর্যায়ের ভলিবল খেলোয়াড়। ৩০ বছরের অরুণিমার জীবন পাল্টে দিয়েছিল একটি দুর্ঘটনা। তাঁর সুস্থ স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করে দিয়েছিল ট্রেনের কামরায় ওঠা দুষ্কৃতিকারীরা। তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে অরুণিমা দিয়েছেন চরম মূল্য।

এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা

আরও পড়তে পারেনঃ

নৃশংস নার্স, সেবাই যাদের ধর্ম তারাই পিটিয়ে মারল ১৬টি বাচ্চা কুকুর

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ঘটনাটি সাত বছর আগের। লুঠপাট করতে ট্রেনে উঠেছিল দুষ্কৃতিদের দল। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ডাকাবুকো এই তরুণী। ট্রেন থেকে দুষ্কৃতিরা তাঁকে ছুঁড়ে ফেলে দেয়। মারাত্মক চোট পান তিনি। প্রাণে বাঁচলেও এই ঘটনায় চিরকালের মত বাম পা হারান অরুণিমা।

হাসপাতালের শয্যায় শুয়েই তরুণী ঠিক করেছিলেন, তিনি পর্বতারোহী হবেন। আরও কঠিন, দুঃসাধ্য লক্ষ্য অর্জনে নামবেন। এরপর পরিকল্পনা মতো প্রশিক্ষণ নিয়েছেন। নিজের প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে এই কঠিন লক্ষ্য স্থির করেন অরুণিমা। সিদ্ধান্ত নেন, নকল পা নিয়েই পর্বতারোহণ শুরু করবেন।

এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা
এভারেস্টের পর এবার একপায়ে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার/The News বাংলা

আরও পড়তে পারেনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

প্রস্থেটিক পা নিয়েই তিনি শুরু করেন অভীষ্ট লক্ষ্যে যাত্রা। ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট জয় করেন। তাঁর ঝুলিতে শুধু এভারেস্ট নয়, মাউন্ট কিলিমাঞ্জেরো, মাউন্ট এলব্রুস, মাউন্ট কোসিয়াজকো, মাউন্ট অ্যাকোনকাগুয়া জয়ের কৃতিত্বও রয়েছে। এবার নতুন বছরের শুরুতেই তাঁর মুকুটে নতুন পালক অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন।

অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পরও থেমে নেই অরুণিমা। নতুন লক্ষ্য নিয়ে আবার পরিকল্পনা শুরু করেছেন তিনি। সেভেন সামিট করার পর এবার কি সেভেন ভলক্যানিক সামিট? সেই লক্ষ্যে পরিকল্পনা শুরু করেছেন তিনি। একপায়েই একের পর এক উঁচু বাধা অনায়াসেই অতিক্রম করে যাবেন তিনি। গোটা দেশ তাঁর কাছে মনের জোর ও আত্মবিশ্বাসের শিক্ষা নিচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন