সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ

491
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ রথযাত্রা হবেই। সম্ভবত চলতি মাসেই। আর জানুয়ারীতেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী ও শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। সব পাকা শুধু সুপ্রিম কোর্টে আগামী ১৫ তারিখে রথ মামলা জেতার অপেক্ষা। গেরুয়া রথ বা গনতন্ত্র বাঁচাও যাত্রা এবার তিনের পরিবর্তে চার জায়গা থেকে।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

সমস্ত বাধা, বিপত্তি, আইনি জটিলতা পার করে এবার বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা তিনটি জায়গার পরবির্তে চারটি জায়গা থেকে বের হতে চলেছে। সম্প্রতি বিজেপি সুত্রে এমনটিই দাবী করা হয়েছে। সুত্রের আরও খবর, এই মর্মেই আলোচনা করতে বৃহস্পতিবার শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জেলার শীর্ষ নেতারা দিল্লী গিয়েছেন। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন এ অংশ নেবেন বাংলার নেতারা। তারপর আলাদা বৈঠক করবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

দুদিন ধরে সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকও রয়েছে তাদের। এরপর ১৫ তারিখ সুপ্রিম কোর্টে রথযাত্রা সংক্রান্ত মামলার চুড়ান্ত শুনানির পর গনতন্ত্র বাঁচাও যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিন রায় যদি বিজেপির পক্ষে যায়, তাহলে আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে একটি জনসভা করতে পারেন অমিত শাহ, বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি জেলা সম্ভবত কোচবিহারেও অমিত শাহ সভা করতে পারেন। এই সমস্ত বিষয় নিয়েই দিল্লিতে আজ শুক্রবার থেকে দুদিনের মিটিংয়ে জেলার নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রিয় নেতৃত্ব। এছাড়া সুত্রের আরও খবর, সুপ্রিম কোর্টে জিতলে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত কলকাতায় একটি জনসভা করতে চলেছেন। সেটাও রথ যাত্রার মধ্যেই হবে।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রচার জোড় কদমে চালিয়ে গেলেও রথযাত্রার ‘গ্যাঁড়াকলে’ থমকে গেছে গেরুয়া শিবির। এই ‘থেমে থাকা’ থেকে বের হতে ফের নিজের অস্তিত্ব প্রমানে ময়দানে নেমে পরেছে বিজেপি শিবির। সেইমত কলকাতায় প্রধানমন্ত্রী সহ অমিত শাহের শিলিগুড়িতে সভা করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে আবার।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

আদালতের কাঠগড়ায় গনতন্ত্র বাঁচাও যাত্রা আটকে পড়ায় বিজেপির প্রচারে ভাটা পড়ে যায়। আপাতত বিজোপি শান্ত। গর্জে ওঠার জন্য দুকদম পিছিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে চারকদম এগোবার মন্ত্রে দীক্ষিত হতে জেলা নেতাদের দিল্লীতে গমন বলে বিজেপি সুত্রে খবর। বিজেপির যে রথ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে তা আইনি জটে আটকে থাকলেও, সেই গনতন্ত্র বাঁচাও যাত্রার আশা তারা ছাড়ে নি।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

রথযাত্রা হবেই এমন হুঙ্কার দিলীপ ঘোষ থেকে শুরু করে সকল নেতাদের কন্ঠে শোনা গেছে। আর বিজেপি এখন তাকিয়ে আছে ১৫ জানুয়ারীর দিকে। ১৫ জানুয়ারী রথ যাত্রার রায় পক্ষে গেলেই এবার শুধু কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে রথযাত্রা বের হবে না। পাশাপাশি এবার মেদিনীপুর থেকেও রথ যাত্রা বের হবে বলে বিজেপি সুত্রে খবর।

রথ যাত্রা বা গনতন্ত্র বাঁচাও যাত্রার সুচনা হওয়ার কথা ছিল কোচবিহার থেকে গত ৫ ডিসেম্বর। সেই রথ বা এসি বাসটি শিলিগুড়ি এসে পৌঁছাতেই আইনি জটিলতায় তা আটকে আছে শিলিগুড়িতেই। এখনও সেই এসি বাসটি ঠাঁয় দাড়িয়ে রয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার লড়াইয়ে গাড়িটি নির্বাক দর্শক হয়ে থেকেছে।

রোদ, বৃষ্টি, ধুলোয় মলিন হয়ে গিয়েছে রথ নামক গাড়িটি। ১৫ তারিখ জট কাটলেই তখন পুনরুজ্জীবিত হয়ে ওঠার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে রথ সহ গেরুয়া শিবির। এরই মাঝে তৃণমূল কংগ্রেস সহ বাম ও কংগ্রেসও নিজেদের অনেকটা শানিত করে ফেলেছে। মরচে পড়া প্রচারে গেরুয়া শিবির কিভাবে নিজেদের ধারালো করে তোলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন