বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

631
বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় অশালিন অভিষেক/The News বাংলা
বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় অশালিন অভিষেক/The News বাংলা

“পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”। এভাবেই সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই বিতর্কের ঝড় গোটা বাঁকুড়া জুড়ে। বিজেপির তরফ থেকে অভিষেককে ‘অসভ্য’ বলা হয়েছে।

আরও পড়ুনঃ প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

সোমবার বাঁকুড়ার জয়পুরের গোকুলনগর ফুটবল মাঠে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে তীব্র ভাষায় আক্রমণ করলেন।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

অভিষেক বলেন, “পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”। তিনি আরও বলেন, বিজেপি প্রার্থী করেছে এমন একজনকে যাকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই নোংরা, উচ্ছিষ্ট আর ছাইপাঁশকে তারা প্রার্থী করেছে বলেও তাঁর দাবী।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

একই সঙ্গে সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা শ্বশুর বাড়িতে থাকে, তারা বৌ আর শ্বশুর বাড়িতেই থাক। শ্যামল সাঁতরা আগামী পাঁচ বছরের জন্য দিল্লীতে যাক”।

ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে নিনঃ

এদিনের সভায় সিপিএম, বিজেপি, কংগ্রেসের জামানাত বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে অভিষেক বলেন, “শ্যামল সাঁতরাকে ভোট দেওয়া মানেই সেই ভোট আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন”। জয় শ্রীরাম নিয়েও এদিন কটাক্ষ করেন অভিষেক।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

তবে এরপরেই অভিষেককে পাল্টা দিতে আসরে নামেন বিজেপি নেতারা। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেছেন, “যে জীবনে রাজনীতি করেনি সে অসভ্যতা ছাড়া আর কি করবে”। তৃণমূলের তরফ থেকে পাল্টা বলা হয়েছে, “সত্য বলেছেন অভিষেক”। আর এই নিয়েই আপাতত উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন