বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

527
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

প্রতিদিন কোথাও না কোথায় বোমা ফাটছে। প্রায় প্রতিদিনই উড়ছে কোন না কোন তৃনমূল নেতার বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, বাংলার জেলা বীরভূম এখন যেন বোমার গোডাউন। প্রতিদিনই কলকাতা থেকে ছুটতে হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াডকে। ফলে এবার জেলাতেই রাখা হবে সিআইডির বোম্ব স্কোয়াড। রাজ্য প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

ফের বিস্ফোরণ এক তৃণমূল নেতার বাড়িতে। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতা মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়িতে এই বিস্ফোরণ হয়। লোকসভা ভোটের দিকে তাকিয়েই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ। তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

গতকালই বীরভূমের সদাইপুরে ৫৫টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলি নিস্ক্রিয় করে দেয় সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াড। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে গোটা বীরভূম জুড়ে। প্রতিদিনই কলকাতা থেকে ছুটে যেতে হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। তাই এবার জেলাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

জানা গেছে, বোলপুর থানায় সিআইডির একটি বোম্ব স্কোয়াড রাখা হবে। ১২ সেপ্টেম্বর, ২০১৫। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ রমজানের গীতাঞ্জলি আবাস যোজনায় নির্মিত বাড়ি। ২০১৭র ২১শে এপ্রিল একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে সেই বোমা ফেটেই ৮ জন মারা যায়, ৪ জন আহত হয়।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

২০১৭র ১লা আগস্ট বীরভূমের লোকপুর গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি। অভিযোগ ছিল, এই বাড়িটিকে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হত। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ সমীরচাঁদের দিকে। শেখ সমীরচাঁদেরই বাড়ি ছিল ওটি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

২৩ অগাস্ট, ২০১৭। বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি আইনুস খানের বাড়ি। এবার ঘটনাস্থল বীরভূমের লোকপুর থানা এলাকার বারাবনি গ্রাম। ওই বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। লোকপুরে একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে কপালে ভাঁজ পড়ে প্রশাসনের।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

১০ সেপ্টেম্বর ২০১৮। বীরভূমের সিউড়ির কাঁকরতলা থানা এলাকায় বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের দলীয় পার্টি অফিস। বিস্ফোরণের জেরে কংক্রিটের তৈরি পার্টি অফিসের তিন দিকের দেওয়াল ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যদিও ঘটনার সময়ে পার্টি অফিসটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

এছাড়াও বোমায় উড়ে যায় বীরভূমের খয়রাসলে তৃণমূল পঞ্চায়েত সদস্য এর বাড়ি, মারা যায় তার ভাই। গত দু-তিন বছরে শুধু তৃণমূল অফিস ও তৃণমূল নেতাদের বাড়ি উড়ে যাওয়ার ঘটনাই অসংখ্য। ব্যক্তিগত ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দের জেরে বোমাবাজি তো খুবই সাধারণ ব্যাপার। আর তাই এবার বোলপুর থানাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

Comments

comments

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন